যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে বিপজ্জনক হারিকেন মিল্টন। ভারী বৃষ্টিপাত, ঝোড়ো বাতাস ও প্রাণঘাতী জলোচ্ছ্বাসের সতর্কতার মধ্যে গত বুধবার রাতে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডার পশ্চিম উপকূলে আঘাত হানে ঝড়টি। এই ঝড়ের তান্ডবে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। ৩২ লাখেরও বেশি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। সূত্র : রয়টার্স, বিবিসি।
খবরে বলা হয়, হারিকেন মিল্টনের তান্ডবে কর্মকর্তারা অন্তত ১৬ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া প্রায় ৩০ লাখ বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিদ্যুৎ নেই। আরেক খবর অনুযায়ী, বুধবার রাতে ফ্লোরিডার ভূভাগে আঘাত হানে হারিকেন মিল্টন। এতে গাছপালা ও বিদ্যুতের লাইন পড়ে অনেক সড়ক বন্ধ হয়ে যায়। তবে হারিকেন মিল্টন যতটা বিধ্বংসী হওয়ার আশঙ্কা ছিল, ততটা হয়নি। অঙ্গরাজ্যটির গভর্নর রন ডিসান্টিস বলেছেন, আগামী দিনগুলোতে আরও বন্যার আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া ঘূর্ণিঝড় মিল্টনের তান্ডবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে না যাওয়ার জন্য ফ্লোরিডার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। পশ্চিম উপকূলে সেন্ট পিটার্সবার্গে পানি সরবরাহ বন্ধ করা হয়েছে। সেখানে একটি ক্রেন একটি সংবাদপত্র ভবনে আছড়ে পড়েছে এবং একটি মেজর লিগ বেসবল স্টেডিয়ামের ছাদ উড়ে গেছে। তান্ডব চালানোর পর মিল্টন আটলান্টিকের দিকে চলে গেছে। অঙ্গরাজ্যের অনেক অংশ প্লাবিত হয়েছে এবং কিছু লোককে নৌকায় করে উদ্ধার করা হয়েছে।