সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা কোটি কোটি টাকার চিনির চালানের পর এবার ধরা পড়েছে ভারতীয় আপেল। সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আনা প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় আপেলের চালান জব্দ করেছে বিজিবি। গতকাল দোয়ারাবাজার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন এ আপেলের চালান জব্দ করে। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান জানান, সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের কিনরপাড়া এলাকায় বিজিবির টহল দল ট্রাকে বোঝাই করা ৫ হাজার ৭০০ কেজি ভারতীয় আপেলের চালান জব্দ করে। জব্দকৃত আপেলের বাজারমূল্য প্রায় সাড়ে ৬৩ লাখ টাকা। প্রসঙ্গত, সিলেট বিভাগের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আসা চিনির চালান প্রতিদিনই জব্দ হচ্ছে। সীমান্ত এলাকায় আপেলের চালান এ প্রথম ধরা পড়ল।