অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আমাদের কোনো ব্যবসায়ী বা কারও প্রতি কোনো ক্ষোভ নেই। তিনি বলেন, দেশে গ্যাসের তীব্র সংকট চলছে। চাহিদা মেটাতে গ্যাস আমদানি করতে হচ্ছে। এ জন্য প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। এ মুহূর্তে বাসাবাড়িতে গ্যাস দেওয়ার ঘোষণা হবে, আমাদের জন্য একটি মিথ্যা আশ্বাস। গ্যাসের পাইপ লাইন দেওয়া গেলেও সংযোগ দেওয়া যাবে না। গতকাল সকালে নোয়াখালীর সোনাইমুড়ী ওয়াসেকপুর এলাকার অম্বরনগর গ্রামে কুপ খনন কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বাসাবাড়িতে গ্যাস সরবরাহের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভবিষ্যতে গ্যাস সরবরাহ বাড়লে এ বিষয়ে চিন্তাভাবনা করা হবে। বিবিয়ানার পরে এখনো দেশে পর্যাপ্ত পরিমাণ গ্যাস কোনো কূপে পাওয়া যায়নি।