রাজধানীর ইস্কাটন গার্ডেনের একটি বাসা থেকে ৫৫ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চুরির ৩১ ভরি ৪ আনা ৫ রতি স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া গৃহকর্মীরা হলেন-ওই বাসার স্থায়ী গৃহকর্মী তানজিনা আক্তার ফারিয়া, পার্টটাইম গৃহকর্মী কোহিনুর বেগম এবং নাজমা আক্তার ওরফে লাইজু।
পুলিশ জানায়, গত ৪ অক্টোবর থেকে খন্ডকালীন (পার্টটাইম) দুই গৃহকর্মীর নির্দেশনায় ওই বাসা থেকে দফায় দফায় স্বর্ণালংকারগুলো চুরি করেন স্থায়ী গৃহকর্মী তানজিনা। এরপর কারওয়ান বাজারের তিনটি দোকানে এসব স্বর্ণের কিছু অংশ বিক্রি করে ব্যাংকে এফডিআর করেন গৃহকর্মী লাইজু।
গতকাল রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. সরওয়ার জাহান। তিনি বলেন, গত ১৬ আগস্ট ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা রোখসানা মজুমদার ব্যাংকের লকারে গচ্ছিত স্বর্ণালংকার এনে নিজের বাসার আলমারিতে রাখেন। পরে ৮ অক্টোবর গহনা দেখার জন্য আলমারির মধ্যে থাকা ব্যাগ খুলে দেখেন, ব্যাগের মধ্যে থাকা ৫৫ ভরি স্বর্ণালংকার এবং ডায়মন্ডের ৫টি আংটি নেই। এ ঘটনায় বৃহস্পতিবার রমনা থানায় চুরি মামলা করেন তিনি। এতে ওই বাসার স্থায়ী গৃহকর্মী তানজিনা আক্তার ফারিয়া ও কোহিনুর বেগম এবং অস্থায়ী গৃহকর্মী নাজমা আক্তার লাইজুকে আসামি করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ওই দিন বিকালে রাজধানীর কাকরাইল থেকে চুরির সঙ্গে জড়িত সন্দেহে গৃহকর্মী তানজিনা আক্তার ফারিয়া ও কোহিনুর বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার তাদেরকে আদালতে পাঠানো হলে আদালতে তানজিনা আক্তার ফারিয়া স্বীকারোক্তি জবানবন্দি দেন। আদালত কোহিনুর বেগমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।