রাজবাড়ীর গোয়ালন্দে ‘জুয়া খেলতে বাধা দেওয়ায়’ ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পুরাভিটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক সরদার (২৬) উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব ম লের পাড়ার শহীদ সরদারের ছেলে। তিনি দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিলেন। হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে হুমায়ন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। নিহতের ভাগ্নে সোহাগ রহমান বলেন, বেশ কয়েকদিন আগে পোরাভিটায় মাদক ও জুয়া খেলায় বাধা দেন ফারুক। এ নিয়ে মোহন ম লের লোকজন তাকে হত্যার হুমকি দেয়। শনিবার রাতে পোড়াভিটার পাশে ফারুককে পেয়ে কুপিয়ে গুরুতর আহত করে সন্ত্রসীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একটি সূত্র থেকে নিশ্চিত করেছে, জুয়া খেলাকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিল। ফারুক জুয়া খেলায় নিষেধ করার কারণে তাকে হত্যা করা হয়েছে। ছাত্ররাজনীতির পাশাপাশি মানবিক কাজ করতেন ফারুক। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হুমায়ন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। হত্যার নেপথ্যের বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।