বেতন বাড়ানোসহ ২১ দফা দাবিতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দিতে জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা গতকাল সকাল ৮টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। সকাল সাড়ে ১০টার দিকে তারা সেখানে মহাসড়কটি পুরোপুরি অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে বেলা ১১টার দিকে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে সড়কে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয় বলে নিশ্চিত করেছে ভবেরচর হাইওয়ে পুলিশ। স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ তুলে নেন। সেই সঙ্গে শ্রমিকরা কারখানার ভিতরে চলে যান। সেখানে মালিক ও শ্রমিকপক্ষের আলোচনা শেষে দাবি মেনে নেয় কর্তৃপক্ষ। উপজেলা নির্বাহী অফিসার কোহিনূর আক্তারের উপস্থিতিতে এসব সিদ্ধান্ত হয়। গজারিয়া ওসি মাহবুবুর রহমান জানান, বেতন বৃদ্ধির ক্ষেত্রে সর্বনিম্ন বেতন ১ হাজার টাকা বৃদ্ধি করে ৯ হাজার থেকে ১০ হাজার নির্ধারণ করা হয়। পরবর্তীতে আলোচনা সাপেক্ষে বেতনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গতকাল সকাল ৮টায় কাজে যোগ না দিয়ে প্রতিষ্ঠানটির সামনে ভিটিকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। এ সময় কোম্পানির পক্ষ থেকে কয়েকজন আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করলে তাদের ধাওয়া দেয় শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলেও তারা ব্যর্থ হন। পরবর্তীতে মালিকপক্ষের আশ্বাসে বেলা ১১টার দিকে অবরোধ তুলে নেন তারা।
এদিকে, সকাল সাড়ে নয়টায় ঘটনাস্থলে আসেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার। মালিকপক্ষের সঙ্গে মিটিং করার পর সকাল সাড়ে ১১টায় শ্রমিকদের উদ্দেশে বক্তব্য দেন তিনি। বক্তব্যে তিনি বলেন, আপনাদের দাবি-দাওয়াগুলো নিয়ে আমি মালিকপক্ষের সঙ্গে কথা বলেছি। আপনাদের সব যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়েছে। তারপরও যদি বিষয়টি নিয়ে আপনাদের ক্ষোভ থাকে আমরা প্রয়োজন পড়লে আবারও আলোচনায় বসব। বিষয়টি সম্পর্কে জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোস্তফা জামান বলেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা হয়েছে। তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হয়েছে। আন্দোলনকারীরা তাদের কর্মসূচি স্থগিত করে কাজে ফিরে গেছেন।