২২ অক্টোবর, ২০১৫ ১১:০৩

রোজকার গোসলে সাবানকে 'না'

অনলাইন ডেস্ক

রোজকার গোসলে সাবানকে 'না'

আজকাল বাজারে নানা বর্ণের, নানা গন্ধের গায়ে মাখার সাবান পাওয়া যায়। এইসব সাবানের চাহিদাও অনেক বেশি। রোজকার গোসলে সাবান তো মাখছেনই, বরং যারা দিনে একবারের বেশি গোসল করেন তারা প্রতিবারই ব্যবহার করছেন গায়ে মাখার সাবান। আর এ ব্যাপারে সতর্ক করে দিয়েছেন ইউরোপের ডাক্তাররা। তারা বলছেন, আপনি ভাবেন সাবান মাখলে আপনার ত্বক ভালো থাকবে। আপনি সুন্দর এবং টানটান হয়ে থাকবেন অনেক বয়স পর্যন্ত! কিন্তু এমন ভাবনা একেবারেই ভুল। 

ইউরোপের ডাক্তারদের বক্তব্য, রোজ গোসল করছেন এটা খুবই ভালো। কিন্তু যে সাবান দিয়ে আপনি ঘসে ঘসে গা পরিষ্কার করছেন, চকচকে হচ্ছেন, সেটা কিন্তু আপনার ত্বকের জন্য মোটেই ভাল নয়। সাবান মানেই খার। সেটা কম মাত্রা অথবা বেশি মাত্রা হতে পারে। কিন্তু রোজ শরীরে খার গেলে তা শরীরকে মোটেই চিরকাল ভালো রাখবে না। সাবান মাখার সুফল আজ অনুভব করছেন, তারচে' বেশি কুফল টের পাবেন আগামীতে। 

ডাক্তারদের পরামর্শ, গায়ে মাটি মাখুন। ত্বক আজ যেমন ভালো থাকবে, আগামীতেও ভালো থাকবে। গায়ে মাখার জন্য মাটির চাইতে ভালো আর কিছু নেই। 


বিডি-প্রতিদিন/ ২২ অক্টোবর, ২০১৫/ রশিদা

সর্বশেষ খবর