২৫ নভেম্বর, ২০১৫ ১১:৪৪

পিরিয়ড নিয়ে টেনশনে সমাধান দিচ্ছে অ্যাপ

অনলাইন ডেস্ক

পিরিয়ড নিয়ে টেনশনে সমাধান দিচ্ছে অ্যাপ

পিরিয়ডকালীন সময়ে কম-বেশি সব মেয়েই টেনশনে ভোগে। মাসের ওই কয়েকটা দিনে অস্বস্তিতেও ভোগেন কেউ কেউ। তারিখ নিয়েও অনেকে দ্বিধায় থাকে। কিন্তু আপনার এইসব সমস্যার সমাধানে এখন থেকে দেবে অ্যাপ। শুধু মোবাইলে ডাউনলোড করে নিন ‘পিরিয়েড ট্রাকার’ অ্যাপ। তাহলেই দেখবেন আপনার অর্ধেক সমস্যা শেষ। 

 
কী ভাবে কাজ করবে অ্যাপটি?

- এই বিশেষ অ্যাপটি আপনাকে পিরিয়ডের তারিখ আসার আগে তা মনে করিয়ে দেবে।

- আপনার পিরিয়ডের নানান খুঁটিনাটির বিষয়ে খেয়াল রাখবে।

পিরিয়ড ট্র্যাকার অ্যাপে চারটি অপশন রয়েছে। প্রতিটি অপশন আলাদা আলাদা ভাবে কাজ করবে।  

ক্লু: পিরিয়ডের তারিখ আগেই মনে করাবে ক্লু।

আইপিরিয়ড: আইপিরিয়ড গর্ভপাত সংক্রান্ত তথ্য দেবে।

পি-ট্র্যাকার: সেফ টাইমিং-এর কথা আপনাকে জানাবে পি-ট্র্যাকার।

পিরিয়ড ডায়েরি: পিরিয়ড সংক্রান্ত নানান সমস্যার উত্তর পাওয়া যাবে পিরিয়ড ডায়েরি থেকে।

এই অ্যাপ যাদের জন্য: 

- কর্মজীবী নারীরা অনেক সময়ই পিরিয়ডের সমস্যায় বাড়ির বাইরে অস্বস্তিতে পড়েন। তাদের ক্ষেত্রে এই অ্যাপ গুরুত্বপূর্ণ।

- অনেক অল্পবয়সীদের পিরিয়ড নিয়ে নানা প্রশ্ন থাকে। সেই সমস্যারও সমাধান করবে এই অ্যাপ।  
 


বিডি-প্রতিদিন/ ২৫ নভেম্বর, ২০১৫/ রশিদা

সর্বশেষ খবর