২০ এপ্রিল, ২০১৬ ১১:১৬

গরমে আরাম দেবে এক টুকরো বরফ

অনলাইন ডেস্ক

গরমে আরাম দেবে এক টুকরো বরফ

গরমে চারদিকে ত্রাহি ত্রাহি রব। অার এই গরমে ক্ষতিগ্রস্ত হয় ত্বক। বিশেষ করে মুখের ত্বক। তাই দরকার হয়ে পড়েছে বিশেষ যত্নের। গরমের হাত থেকে স্বস্তি পেতে ও ত্বককে সুস্থ সতেজ রাখতে বরফ ফেসিয়াল নিতে পারেন। জেনে নিন এক টুকরো বরফ ঘষলে কি কি উপকার পাবেন। 

- মুখের উপর বরফ ঘষুন আলতো হাতে। এর ফলে ত্বকের বড় বড় রন্ধ্রগুলো বন্ধ হবে। সেইসঙ্গে বন্ধ হবে অতিরিক্ত তৈলক্ষরণ। ত্বক হবে মসৃণ ও সতেজ।

- ব্রণের উপর আলতো হাতে বরফ ঘষলে ব্রণ কমে যাবে। যাদের বেশি ঠাণ্ডায় সমস্যা লাগে, তারা প্রয়োজনে পরিষ্কার কাপড়ে জড়িয়েও বরফ ঘষতে পারেন।

- শসার স্লাইসের মধ্যে মধু ও লেবুর রস মিশিয়ে ফ্রিজে রাখুন। জমাট বাঁধার পর বরফ সমেত ওই মিশ্রণ মুখে মাখুন। এতে ত্বক উজ্জ্বল হবে।

- আইস ট্রে-তে করে গ্রিন টি-কে জমাট বাঁধতে দিন। তারপর গ্রিন টি-এর ওই বরফ কিউব বন্ধ চোখের পাতার উপর ৩০ সেকেন্ড করে রাখুন। গ্রিন টি-এর অ্যান্টি অক্সিড্যান্ট ও মাইল্ড ক্যাফাইন চোখের কালি দূর করবে।

-ত্বকের বার্ধ্যক্য প্রতিরোধ করে। বরফ দিয়ে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে। 


বিডি-প্রতিদিন/ ২০ এপ্রিল, ২০১৬/ রশিদা

সর্বশেষ খবর