শিরোনাম
২৫ এপ্রিল, ২০১৬ ১৬:২৩

রেসিপি: পেস্তা বাদাম লাচ্ছি (ভিডিওসহ)

রুমানা আজাদ

রেসিপি: পেস্তা বাদাম লাচ্ছি (ভিডিওসহ)

ঢাকায় এখন অসহনীয় গরম পড়েছে। শুধু ঢাকায় না, সারা দেশেই একই অবস্থা! আর এই গরমে টিকে থাকতে হলে আমাদের খাবারের মধ্যেও কিছু বাছ বিচার রাখতে হবে। যেমন গরমের দিন চেষ্টা করতে হবে বিভিন্ন শরবতসহ তরল খাবার বেশি বেশি করে খেতে, তৈলাক্ত খাবার পরিহার করতে, বিশেষ করে দিনের বেলা। আমাদের দেশি ককটেল ড্রিঙ্কের মধ্যে লাচ্ছি অনেক জনপ্রিয় একটি ড্রিঙ্ক। অনেককাল থেকেই আমরা জানা-অজানা অনেকগুলি লাচ্ছির রেসিপি ফলো করি, তারমধ্যে একটি হলো পেস্তা বাদাম লাচ্ছি। পেস্তা বাদামের অনেক খাদ্যগুণ আছে, গুণ আছে দইয়ের মধ্যেও। আর সেগুলি দিয়ে তৈরি করেছি পেস্তা বাদাম লাচ্ছি।

তৈরি করতে লাগবে:

- ১.৫ গ্লাস পানি
- ১ কাপ দই
- ২ টেবিল চামুচ গুঁড়ো দুধ
- ০.৫ কাপ চিনি
- ২০ গ্রাম পেস্তা বাদাম
- ৩/৪টা পুদিনা পাতা
- অনেকগুলি বরফের টুকরা। 

যেভাবে তৈরি করবেন:

পেস্তা বাদাম গরম পানিতে ১০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর বাদামের উপরের চামড়া ছাড়িয়ে নিন। ব্লেন্ডারে বরফসহ সব উপকরণ দিয়ে ব্লেন্ড করুন। চিনি কম-বেশি দিতে পারেন। বাদাম আধা ভাঙা হবে। এতে করে লাচ্ছি খাওয়ার সময় বাদাম মুখে লাগবে। খেতে ভালো লাগবে। গ্লাসে ঢেলে পরিবেশন করুন। 

 

বিডি-প্রতিদিন/ ২৫ এপ্রিল, ২০১৬/ রশিদা

সর্বশেষ খবর