২৯ এপ্রিল, ২০১৬ ২১:৪৪

ট্রায়াল রুম বা টয়লেটে গোপন ক্যামেরা এড়ানোর উপায়

অনলাইন ডেস্ক

ট্রায়াল রুম বা টয়লেটে গোপন ক্যামেরা এড়ানোর উপায়

ট্রায়াল রুম বা পাবলিক টয়লেটে নারীদের যেতেই হয়। কিন্তু আড়াল থেকে কেউ নজর রাখছে কিনা কিংবা কোন ক্যামেরা বসানো আছে কিনা তা নিয়েই অধিকাংশ সময় চিন্তিত থাকতে হয় নারীদের। কারণ এটা বোঝা বড় কঠিন। তবে কিছু বিষয়ের দিকে দৃষ্টি দিলে আপনি সহজেই গোপন ক্যামেরা এড়িয়ে যেতে পারবেন। চলুন এবার দেখে নেওয়া যাক।

১. ট্রায়াল রুম বা টয়লেটে ঢুকে প্রথমেই খুব ভালভাবে দেখে নিন চারপাশ। বিশেষ করে হ্যাঙার, কাঠের দেওয়ালের খাঁজ ইত্যাদি।

২. এরপর সোজা চলে যান আয়নার কাছে। আয়নায় চোখ ঠেকিয়ে দাঁড়ান। আলো যাতে আয়নার উপরে না-পড়ে, এমনভাবে দেখুন। যদি উল্টোদিকে অন্য কোনও ঘর বা দেওয়াল দেখতে পেলে বুঝবেন আপনি বিপদে।

৩. পারলে সব আলো নিভিয়ে ফেলুন। তারপর ফোনের ফ্ল্যাশ বাল্ব বা টর্চ জ্বালিয়ে আয়নায় ফেলুন। আয়নার উল্টো দিক দেখা গেলে বুঝবেন ক্যামেরা আপনাকে দেখছে।

৪. দরজায় যেভাবে আঙুলের গাঁট দিয়ে টোকা দেন, সেভাবে আয়নার গায়ে টোকা দিন। ফাঁপা শব্দ হলে বিপদ নিশ্চিত।

৫. শেষ পরীক্ষা। আয়নায় আঙুল ছোঁয়ান। আঙুল আর প্রতিফলনের মধ্যে দূরত্ব থাকলে বুঝবেন ক্যামেরা রয়েছে।

বিডি-প্রতিদিন/২৯ এপ্রিল, ২০১৬/মাহবুব

সর্বশেষ খবর