৯ মে, ২০১৬ ১৩:০২

হাতের আঙুল দেখে মানুষ চিনবেন যেভাবে

অনলাইন ডেস্ক

হাতের আঙুল দেখে মানুষ চিনবেন যেভাবে

এ পৃথিবীতে কত রকমের মানুষ আছে। তাদের মন চেনা অনেক কঠিন কাজ। এ নিয়ে কোন সন্দেহ নেই। কেননা ‘মানুষ’ বস্তুটি বাস করে অন্তরে যার গহীনে যাওয়া রীতিমতো কষ্টসাধ্য। তবুও যদি আঙুল দেখে মানুষ চেনা যায় তাহলে মন্দ কোথায়?

প্রথমে ভাল করে নীচের ছবিটি দেখুন। তিনটি তালু পাশাপাশি রাখা রয়েছে। তিনটি তালুর আঙুলের গঠন তিন রকম।

এবার নিজের হাতের দিকে তাকিয়ে দেখুন।

যদি 1 হয় অর্থাৎ তর্জনির থেকে অনামিকা বড় হয় তাহলে বলতেই হচ্ছে আপনি একজন ‘‘চার্মিং পার্সোনালিটি’’। যুক্তি আপনার জীবনে শেষ কথা। আপনার সব সমস্যার অনায়াসে সমাধান হবে।

যদি 2 হয় অর্থাৎ তর্জনি অনামিকার থেকে বড় তাহলে আত্মবিশ্বাসে ফুটছেন আপনি। আপনি সাহসী, ঝুঁকি নিতে পিছপা হন না। এই মানসিকতাই আপনাকে এগিয়ে দিচ্ছে জীবনে।

যদি 3 হয় অর্থাৎ তর্জনি এবং অনামিকা সমান তাহলে আপনি শান্তিপ্রিয় মানুষ। একটু বুঝেশুনে সব দিক সামলে চলেন। সকলকে নিয়ে চলতে ভালবাসেন।

 


বিডি-প্রতিদিন/ ০৯ মে, ২০১৬/ হিমেল-১১

সর্বশেষ খবর