২৩ মে, ২০১৬ ১৭:২৩

প্রতিদিন শেভ করেন? তাহলে জানুন

অনলাইন ডেস্ক

প্রতিদিন শেভ করেন? তাহলে জানুন

অনেকেই প্রতিদিন শেভ করেন। কিন্তু সেটা কি ঠিক? নাকি দাড়ি রাখাই ভাল? এ নিয়ে রইলো ৪টি তথ্য:

১। যাদের ধুলো ময়লা এবং রোদে অ্যালার্জি রয়েছে তাদের জন্য দাড়ি রাখা উপকারী। মুখের ত্বক সরাসরি ধুলো-বালি এবং রোদের সংস্পর্শে আসে না।

২। দাড়ির আরও অনেক উপকারিতা আছে। সরাসরি রোদ ত্বকে লাগা, শেভ করার সময় ও শেভ করার পর নানা ধরণের কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট ব্যবহার করা ইত্যাদি ত্বকের নানা সমস্যা তৈরি করে।

৩। অনেকের ত্বক খুব সংবেদনশীল হয়ে থাকে। তারা যদি বারবার শেভ করেন তাহলে ত্বকের সেনসিটিভিটি বা সংবেদনশীলের কারণে ‘শেভিং র‌্যশ’-এর সৃষ্টি হয়।
 
৪। পুরুষের ত্বকেও ব্রণ উঠে থাকে। শেভ করার প্রোডাক্ট ও ধুলো-বালি এই সমস্যা আরও বাড়িয়ে তোলে। নিয়মিত দাড়ির যত্ন নিলে এই ধরণের সমস্যা থেকে মুক্তি মেলে।

 

বিডি প্রতিদিন/ ২৩ মে ২০১৬/ হিমেল-২০

সর্বশেষ খবর