২৯ মে, ২০১৬ ১৫:৪০

বিয়েতে লাল শাড়ি পরার কারণ

অনলাইন ডেস্ক

বিয়েতে লাল শাড়ি পরার কারণ

প্রাচীনকাল থেকেই বিয়েতে লাল শাড়ির ব্যবহার চলছে ৷ আধুনিক বিজ্ঞানের মতে, রঙ মানুষের মনকে প্রভাবিত করতে পারে। যেমন কোন হাল্কা বা সাদা রঙ মনকে শান্ত ও স্নিগ্ধ করে তোলে।

ঠিক তেমনই কৃষ্ণচূড়ার লাল রঙ প্রেমিক প্রেমিকার মনকে রাঙিয়ে তুলতে সক্ষম। আবার কালো রঙ নির্বাক শোক ও প্রতিবাদের ভাষা হিসেবেই ধরা হয়। সেক্ষেত্রে বিয়ের দিনে লাল বেনারসী পরিহিতা নববধূকে দেখে যেমন মোহময়ী লাগে তেমনই বরের চোখও ঘনিয়ে আসে ভালবাসার নেশায়। 

তখনই বুকের মধ্য জ্বলে ওঠে প্রেমের আগুণ এবং উথলে ওঠে আবেগ। অর্থাৎ লাল রঙ যেন মানুষের কামনা-বাসনা, ভালবাসার মূর্ত প্রতীক হয়ে ওঠে ৷


বিডি প্রতিদিন/ ২৯  মে ২০১৬/ হিমেল-২১

সর্বশেষ খবর