২৯ মে, ২০১৬ ১৭:৫৪

মেয়েদের মস্তিষ্ক সম্পর্কে যে তথ্যগুলো জেনে রাখা ভালো

অনলাইন ডেস্ক

মেয়েদের মস্তিষ্ক সম্পর্কে যে তথ্যগুলো জেনে রাখা ভালো

'মস্তিষ্ক' মানেই গোলমেলে আর জটিল একটা ব্যাপার। আর নারীর মস্তিষ্ক নাকি তাদের মনের মতোই রহস্যময়। তবে নারীর মস্তিষ্ক সম্পর্কে দরকারী কয়েকটি তথ্য জানা থাকলে আপনাকে তেমন একটা সমস্যায় পড়তে হবে না। দিব্যি পাশে বসে কাটিয়ে দিতে পারবেন দীর্ঘ সময়। এই তথ্যগুলো পুরুষের জন্য জরুরি কেননা স্বাভাবিকভাবেই মেয়েদের কার্যকলাপের প্রভাব পুরুষদের ওপর পড়ে। তাহলে জেনে নেয়া যাক নারীদের মস্তিষ্ক সম্পর্কে কয়েকটি তথ্য।

- দৈনন্দিন জীবনের যন্ত্রণা ও চাপ মেয়েদের মস্তিষ্কে গভীর সমস্যার সৃষ্টি করে। 

- সচরাচর বলতে শোনা যায় মেয়েরা নাকি ঝগড়ুটে। কিন্ত আদতে তা নাকি সত্য নয়। বিশেষজ্ঞদের দাবি, মেয়েরা ঝগড়া একেবারেই পছন্দ করে না।

- সমীক্ষায় পাওয়া তথ্যানুযায়ী, মেয়েরা ঝুঁকি নিতে ভালবাসেন। তাঁদের মস্তিষ্ক সে ভাবেই তৈরি।

- বয়ঃসন্ধি ও অন্তঃসত্ত্বা অবস্থায় নারীদের মস্তিষ্কে বড় পরিবর্তন আসে। এ সময়ে তাদের উপর কোনো মানসিক চাপ পড়লে তা স্থায়ী ক্ষতি করতে পারে।

- মস্তিষ্কের গঠন অনুয়ায়ী মেয়েরা সাধারণত ছেলেদের চাইতে কম আগ্রাসী হয়।

- সদ্য মা হওয়া নারীর মস্তিষ্কে প্রচুর পরিবর্তন আসে। এ সময়ে তাদের প্রতি বিশেষ যত্নবান হওয়া জরুরি।

- যৌনতার সময়ে মেয়েদের মস্তিষ্কের বেশির ভাগ অংশ কাজ করে না। তখন তাদের চিন্তা-ভাবনার ক্ষমতা একেবারে কমে যায়।

- মস্তিষ্কের গঠন অনুযায়ী মেয়েদের বোধশক্তি ছেলেদের চাইতে বেশি।

 

বিডি-প্রতিদিন/ ২৯ মে, ২০১৬/ আফরোজ

সর্বশেষ খবর