২৫ জুন, ২০১৬ ০৯:০৯

গরমকালে সর্দি হয় কেন?

অনলাইন ডেস্ক

গরমকালে সর্দি হয় কেন?

গরমকালে কারও কারও সর্দি হয়। আমরা চিন্তা করি, ঠাণ্ডা হাওয়া নেই তারপরও কেন সর্দি হয়। আসলে গরমকালে এন্টেরোভাইরাসের কারণে আমাদের ঠাণ্ডা লাগে। এটি এক ধরণের ভাইরাসের গ্রুপ যারা আমাদের নাকের‚ গলার‚ চোখের এবং ডাইজেস্টিভ সিস্টেমের টিস্যুকে আক্রমণ করে। এই বিশেষ ধরণের ভাইরাস থেকে পোলিওও হতে পারে। তবে পোলিওর টিকার কল্যাণে আজকাল আর পোলিও হয় না বললেই চলে।  এন্টেরোভাইরাসের আক্রমণের ফলে অনেকের কিছুই হয় না আবার অনেকের গলা খুসখুস‚ জ্বর‚ গায়ে ব্যথা এবং বিভিন্ন নিঃশ্বাস সংক্রান্ত অসুবিধা দেখা দিতে পারে।

আবার অ্যালার্জির কারণেও গরমকালে সর্দি হতে পারে। অনেক ব্যক্তি জনেনই না তাদের সিজনাল অ্যালার্জির ফলে সর্দি হয়। কারণ দু'ক্ষেত্রেই লক্ষণ একই থাকে। তাই অ্যালার্জিকে অনেকসময় আমরা ঠাণ্ডা লেগেছে বলে ভুল করি। একটা জিনিস খেয়াল করলে আন্দাজ করা যায় সেটা কমন কোল্ড নাকি অ্যালার্জি। নাক ঝাড়ার সময় খেয়াল করে দেখতে হবে নাক থেকে যা বেরোচ্ছে তার রঙ প্রতিদিন পাল্টায় কিনা। যদি প্রতিদিন একই রঙের হয় তাহলে বুঝতে হবে অ্যালার্জি থেকে হচ্ছে। এবং যদি রঙ পাল্টায় তাহলে বুঝবেন ঠাণ্ডা লেগে সর্দি হয়েছে।

বিডি-প্রতিদিন/২৫ জুন, ২০১৬/মাহবুব

 

সর্বশেষ খবর