২৯ আগস্ট, ২০১৬ ১১:১৮

প্রসাধন সামগ্রীর অন্য রকম ৫টি ব্যবহার

অনলাইন ডেস্ক

প্রসাধন সামগ্রীর অন্য রকম ৫টি ব্যবহার

সাজার জন্য তো অনেক ধরনের প্রসাধন সামগ্রীই আপনি ব্যবহার করেন। কিন্তু জানেন কী আপনি যে সব প্রসাধন সামগ্রী ব্যবহার করেন, তা ভিন্ন ধরনের ব্যবহারেও ভীষণ ভাল কাজে আসে। খুব দ্রুত কয়েকটি সমস্যা থেকে আপনাকে মুক্ত করতে পারে কয়েকটি সাজগোজের উপাদানই। সাজার পাশাপাশি প্রসাধন সামগ্রীর রয়েছে এমন কিছু ব্যবহার যা দৈনন্দিন জীবনের ছোটখাট ঝামেলা থেকে আপনাকে রেহাই দিতে পারে। এমনই কয়েকটি ব্যবহার জেনে নিন।

১। জুতার রং কিছু কিছু জায়গায় উঠে গেছে? জুতার রংয়ের সঙ্গে মিলিয়ে নেলপলিশ লাগিয়ে নিন। নিমেষেই ঝকঝকে হয়ে উঠবে আপনার জুতা।

২। অনেকদিন ধরে ব্যবহার না করলে প্যান্টের জিপার আঁটকে যেতে পারে। সামান্য লিপবাম ঘষে নিন। জিপারের জং দূর হয়ে যাবে।

৩। কি-বোর্ড নোংরা হয়ে গেলে নেলপলিশ রিমুভারে তুলা ভিজিয়ে মুছে নিন। কি-বোর্ড পরিষ্কার হয়ে উঠবে।

৪। কাপড়, চুল অথবা ত্বকে চুইংগাম আঁটকে যাওয়া খুবই বিরক্তিকর। চুইংগামের আঠা সহজে উঠতে চায় না। সামান্য পেট্রোলিয়াম জেলি ঘষে নিন ওই স্থানে। দূর হবে আঠালো ভাব।

৫। কাঠের আসবাব ব্যবহার করতে করতে কেমন একটা ফ্যাকাসে হয়ে যায়। ১ টেবিল চামচ লেবুর রসের সঙ্গে বেবি অয়েল মিশিয়ে একটি স্প্রে বোতলে ঢেলে নিন। এ বার সেই স্প্রে করে নিন আসবাবের উপর। এবার নরম কাপড় দিয়ে ঘষে নিন। ব্যাস! ফিরে আসবে আসবাবের আগের রূপ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

বিডি প্রতিদিন/২৯ আগস্ট ২০১৬/হিমেল-১১

সর্বশেষ খবর