২৪ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৩০

চাল ধোয়া পানিতেই হবে বাজিমাত

অনলাইন ডেস্ক

চাল ধোয়া পানিতেই হবে বাজিমাত

ত্বক থেকে স্বাস্থ্য—  সব কিছুরই খেয়াল রাখবে চাল ধোয়া পানি। চাল ধোয়া পানি কাচের বোতলে ভরে ফ্রিজে রেখে প্রতিদিন তা ব্যবহার করুন। নিচে রইল এর ব্যবহার ও উপকারিতা সম্পর্কে কিছু তথ্য

১. ভাল করে শ্যাম্পু করুন। এর পর কন্ডিশনারের মতো চুলে চাল ধোয়া পানি লাগান। কয়েক মিনিট তা রেখে ধুয়ে ফেলুন। চালের প্রোটিন চুল ভাল করবে।

২. ত্বকে সংক্রমণ থাকলে দিনে অন্তত দু’বার ১৫ মিনিট করে এই পানি দিয়ে গোসল করুন।

৩. এই পানিতে আট রকমের অ্যামিনো অ্যাসিড রয়েছে। যা মানুষের স্বাস্থ্য ভাল রাখে। তাই চাল ধোয়া পানি খেতেও পারেন।

৪. ব্রণের সমস্যা থাকলে চাল ধোয়া পানি খুবই উপকারী। তুলায় করে এই পানি দিয়ে ব্রণ-র উপরে লাগিয়ে রাখুন। ব্রণ তাড়াতাড়ি সেরে যাবে।

৫. ডায়রিয়ারও পথ্য চাল ধোয়া পানি। এক গ্লাস চাল ধোয়া পানিতে সামান্য লবন মিশিয়ে তা খেয়ে নিন।

৬. বাইরে থেকে ফিরে ফ্রিজে রাখা ঠাণ্ডা চাল ধোয়া পানিতে মুখ ধুয়ে নিতে পারেন। তাতে ত্বক তরতাজা হবে


বিডি প্রতিদিন/২৪ সেপ্টেম্বর ২০১৬/হিমেল

সর্বশেষ খবর