২৯ সেপ্টেম্বর, ২০১৬ ২১:৫৭

নতুন প্রেমের ফাঁদে পড়ছেন নাতো!

অনলাইন ডেস্ক

নতুন প্রেমের ফাঁদে পড়ছেন নাতো!

ভালবেসে বিয়ে করছেন। কিন্তু এখন একটা সময় পেরিয়ে এসে আপনার মনে হচ্ছে, না তার সাথে জীবন আর ভাল যাচ্ছে না। নতুন কেউ আপনার দিকে প্রেমের হাতও বাড়াচ্ছে। ভাবছেন কী করবেন? সাবধান! সঠিক সময়ে সচেতন হলে আপনি নিজেই ঠেকাতে পারেন এমন ঘটনা। নিজেকে সরিয়ে নিতে পারেন সম্ভাব্য অঘটন থেকে। কী করে?‌ জেনে নিন-

১. আপনার সবচেয়ে বড় বিচারক আপনি নিজেই। নিজেকে প্রশ্ন করুন, কোন সম্পর্কের জালে জড়িয়ে পড়ছেন না তো। এ সময় অনেক সম্পর্ক নিয়ে নিজের মনে দোলাচল চলে। বোঝা ওঠা মুশকিল, সত্যিই কার প্রতি আপনি আকর্ষণ বোধ করছেন কি না। নিজের কাছে মিথ্যা বলবেন না যেন। তাহলেই বিপদ। এমন জালে জড়িয়ে পড়বেন, যা থেকে বেরিয়ে আসা খুবই কষ্টকর।

২. সঙ্গীকে অকারণ বা তুচ্ছ কারণে দোষারোপ করা বন্ধ করুন। দোষত্রুটি নিয়েই মানুষ। অন্য কেউ মনে জায়গা করে নিচ্ছে বলে কেন বর্তমান সঙ্গীকে ছুতোয়-‌নাতায় হেনস্থা করবেন?‌ 

৩. শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়াকে অবহেলা করবেন না। মনে রাখবেন, মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝি অনেক সময়ে শারীরিক নৈকট্যে কমে যেতে পারে।

৪. সতর্ক থাকুন। আপনার সৌন্দর্য বা বুদ্ধিমত্তার কেউ প্রশংসা করলে, সেটা ভাল লাগারই কথা। কিন্তু, সেটা শুনেই বিগলিত হয়ে পড়বেন না যেন। কারণ, অনেক সময়েই এই প্রশংসা হতে পারে উদ্দেশ্য প্রণোদিত। ফাঁদে পা দেবেন না যেন।‌ আর গুজবে কান দেবেন না। কারণ, অনেক সময় ভুল বোঝাবুঝি থেকেও অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। 

৫. সাধারণত এই রকম সম্পর্কগুলো শুরু হয় সাধারণ বন্ধুত্ব থেকে। বিপরীত লিঙ্গের বন্ধুত্ব খারাপ বিষয় নয়। তবে খেয়াল রাখুন, সেই বন্ধু আপনাকে কোন ভাবে প্রলুব্ধ করছে না তো? বন্ধুর সঙ্গে‌ সাধারণ হাসি মশকরা হতেই পারে, তবে সেটা ব্যক্তিগত সীমারেখা শালীনতার মাত্রা ছাড়াচ্ছে না তো?‌

বিডি-প্রতিদিন/এ মজুমদার
 

সর্বশেষ খবর