Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬

প্রকাশ : ৪ অক্টোবর, ২০১৬ ১১:১৬
সেক্স করুন ভোরে, থাকুন ফুরফুরে
অনলাইন ডেস্ক
সেক্স করুন ভোরে, থাকুন ফুরফুরে

‘ভোর হল দোর খোল, খুকুমণি ওঠে রে’-জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রভাতী কবিতার এই পঙতিটা ধারণ করে সকাল সকাল উঠে পড়ুন। তবে বিছানা থেকে নয়, ঘুম থেকে। ডেকে তুলুন সঙ্গীকেও। আর ঘরের ছিটকিনি ভালো করে আটকে দিন। কারণ সূর্যোদয়ের মুহূর্তটাই সঙ্গীর সঙ্গে সুখ-সম্ভোগের আদর্শ সময় বলে গবেষণায় জানা গেছে। আর ভোরে সেক্স করা স্বাস্থ্যের জন্যও ভাল বলে জানিয়েছেন গবেষকরা।

ভোরে সেক্স করার বিষয়ে গবেষকরা কয়েকটি ভালো দিক তুলে ধরেছেন।

১। সকালের সেক্স শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

২। সকালটা আনন্দময় হওয়ায় গোটা দিনটাই আনন্দে কাটে।

৩। সকালের অর্গ্যাজম নারী-পুরুষের সৌন্দর্য বাড়ায়।  

৪। যৌনতার সময়ে শরীরে রক্ত সঞ্চালন বেশি হয়। যা শরীরের সার্বিক উপকারে আসে।

৫। মধ্যবয়সের নর-নারী সকালে মিলিত হলে হৃদরোগের সম্ভাবনা ৫০ শতাংশ কমে যায় বলেও গবেষকরা জানিয়েছেন।

বিডি প্রতিদিন/ ০৪ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow