১৮ অক্টোবর, ২০১৬ ২০:০০

কেন এখনও সিঙ্গেল, বলবে রাশিফল

অনলাইন ডেস্ক

কেন এখনও সিঙ্গেল, বলবে রাশিফল

বর্তমানে সম্পর্ক যত তাড়াতাড়ি গড়ে উঠে, ঠিক তেমনি ভাঙে। তাই বেশ খানিকটা একাকীত্ব গ্রাস করে যুব সমাজকে।
আর এ কারণে বেশিরভাগ সময়ই তাদের দেখা যায় সিঙ্গেল। কিন্তু কেন আপনি সিঙ্গেল? শুধুই চারপাশের পরিস্থিতি আর ভাবনাচিন্তাই কি এর জন্য কি দায়ী? না! এর উপর আপনার রাশিফলেরও বেশ কিছুটা প্রভাব রয়েছে। আপনার সিঙ্গল থাকার কারণ বলতে পারে রাশিফলও। কী সেই কারণ? চলুন জেনে নেওয়া যাক।

মেষ: এই রাশির জাতক-জাতিকারা সম্পর্কে ভীষণভাবে প্রতারিত হন। তাই কারও সঙ্গে থাকার চেয়ে একা থাকা বেশি পছন্দ করেন।

বৃষ: এরা সম্পর্কে জড়িয়ে খাওয়া-দাওয়া বেশি পছন্দ করেন। তাই অনেকে এদের এড়িয়ে চলেন।

কন্যা: এই রাশির জাতক-জাতিকারা নিজেদের নিয়ে প্রবল ব্যস্ত থাকেন। ফলে একা থাকা তারা বেশি স্বাচ্ছন্দ্য মনে করেন।

কর্কট: নিজেদের খারাপ দেখতে লাগে এই রাশির জাতক-জাতিকাদের। আর এই হীনম্মন্যতা থেকে তারা সম্পর্কে জড়াতে চান না।

সিংহ: পার্টনারকে অবিশ্বাস করার কারণে এই রাশির জাতক-জাতিকাদের সম্পর্ক বেশি দিন স্থায়ী হয় না। এজন্য পরবর্তীতে তারা একা থাকার সিদ্ধান্ত নেন।

কন্যা: এই রাশির জাতক-জাতিকারা খুব অহংকারী হন। আর তাই নিজেদের সবার চেয়ে ভাল মনে করেন এবং সম্পর্কে জড়াতে পারেন না।

তুলা: আগের সম্পর্ক ভাঙার যন্ত্রণার জন্য এই রাশির জাতক-জাতিকারা সম্পর্কে যেতে চান না এবং সিঙ্গেল থাকতে পছন্দ করেন।

বৃশ্চিক: প্রেমের থেকে পরকীয়া এই রাশির জাতক-জাতিকাদের বেশি পছন্দ। তাই এই রাশির জাতক-জাতিকারা কারও সঙ্গে সম্পর্কে জড়াতে চান না।

ধনু: ভালবাসার মানুষটিকে মনের কথা বলে উঠতে পারেন না এই রাশির জাতক-জাতিকারা। আর তাই মনে মনে কাউকে ভালবাসলেও, বাস্তবে সিঙ্গেল থেকে যান।

মকর: এই রাশির জাতক-জাতিকারা খানিকটা হিংস্র প্রকৃতির হন। তাই অপর ব্যক্তিরা এই রাশির ব্যক্তিদের সঙ্গে সম্পর্কে জড়াতে চান না। আর এটিই তাদের সিঙ্গেল থাকার অন্যতম প্রধান কারণ।

কুম্ভ: এই রাশির জাতক-জাতিকারা সাধারণত বন্ধুর প্রেমিক বা প্রেমিকার প্রতি আকৃষ্ট হন। আর পরকীয়া সম্পর্ককে ঠিক সমর্থনও করতে পারেন না। তাই সিঙ্গেল থেকে যান।

মীন: এই রাশির জাতক-জাতিকারা প্রেম সম্পর্কে আলাদা ভাবনা-চিন্তা পোষণ করেন। ফলে তাদের মনের কথা এবং ভালবাসা বুঝে উঠতে পারেন, এমন ব্যক্তিদের সংখ্যা খুবই কম। আর তাই তারা সিঙ্গেল থাকেন।

বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর, ২০১৬/মাহবুব

 

সর্বশেষ খবর