২০ অক্টোবর, ২০১৬ ১২:৩৭

শ্যাম্পুর আগেই করতে হবে কন্ডিশনিং

অনলাইন ডেস্ক

শ্যাম্পুর আগেই করতে হবে কন্ডিশনিং

শ্যাম্পু করার পরে কন্ডিশনিং করলে চুল ভালো থাকে। এটা না করলে চুলে জট পড়ে, হেয়ারস্টাইল করতেও সমস্যা হয়। তবে এর সম্পূর্ণ উল্টো ধারণা নিয়ে এসেছে চুলের যত্নে পণ্য উৎপাদনকারী একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। তাদের মতে, চুল ধোয়ার এই ধাপগুলি পুরোপুরি পাল্টে ফেলতে হবে। আগে কন্ডিশনিং, তার পর শ্যাম্পু।

এই বিশেষ পদ্ধতিকে বলা হচ্ছে ‘রিভার্স রেজিমেন সিস্টেম’। এ পদ্ধতি অনুসরণ করলে বাড়িতে বসেই পার্লারের মতো সুন্দর হেয়ারস্টাইল পেতে পারেন। শ্যাম্পুর আগে কন্ডিশনিং করলে চুলও নরম থাকে। সাধারণত শ্যাম্পুর পরে কন্ডিশনিং করলে চুল নিষ্প্রাণ হয়ে পড়ে। শ্যাম্পুর আগে কন্ডিশনিং করলে সেই সমস্যাও দূর হয়। এক কথায় উজ্জ্বল, নরম ও প্রাণবন্ত চুলের জন্য শ্যাম্পুর আগেই করতে হবে কন্ডিশনিং।

 

বিডি প্রতিদিন/২০ অক্টোবর, ২০১৬/ফারজানা  

 

সর্বশেষ খবর