Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭

প্রকাশ : ২১ অক্টোবর, ২০১৬ ২৩:১০
আপডেট : ২১ অক্টোবর, ২০১৬ ২৩:১৪
সানি লিওন যে গুণে পুরুষের প্রশংসা করলেন
অনলাইন ডেস্ক
সানি লিওন যে গুণে পুরুষের প্রশংসা করলেন

সম্প্রতি নারীর স্তনের প্রতি পুরুষের নজর দেওয়াকে নিয়ে প্রশংসা করলেন সাবেক পর্নস্টার সানি লিওন। নারীর স্বার্থেই এই প্রশংসা করছেন বলে জানান সানি লিওন। নারীর স্তনে পুরুষের নজর সহজেই আটকে যায়। নারীও তা জানেন। স্বভাব গুণে হোক বা দোষে হোক, পুরুষরা নারীর স্তনের প্রতি যতটা নজর দেন, নারীরাও কী তা দেন? যদি না দিয়ে থাকেন, তবে নারীদের ক্ষেত্রে তা মোটেও গুণ নয়, এমনটিই বললেন সানি।

তিনি জানান, পুরুষরা নারীর স্তনের প্রতি যতটা দৃষ্টি দেন, ততটা দৃষ্টি যদি নারীরা নিজে দিতেন, তাহলে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার ঘটনা অর্ধেক কমে যেত। সম্প্রতি ব্রেস্ট ক্যানসারের সচেতনতা বাড়াতে গিয়ে এক অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। নারীদের সচেতন করিয়ে সানি বলেন, স্তন ক্যানসারের বেশির ভাগ ঘটনা ধরা পড়ে স্টেজ ৩ কিংবা ৪-এ। যদি গোড়াতেই তা ধরা পড়ত, তাহলে সারিয়ে তোলা যেত। আর তাই নিজেদের প্রতি আরও মনযোগী হয়ে স্তনের প্রতি নজর দিতে অনুরোধ করলেন সানি। পুরুষের নজর যেরকম ঘোরে নারীর স্তনে, নারীর নিজের নজরও যেন সেই মাত্রায় থাকে, অনুরোধ সানি লিওনের।

বিডি প্রতিদিন/এ মজুমদার

আপনার মন্তব্য

সর্বশেষ খবর
up-arrow