৬ ডিসেম্বর, ২০১৬ ১৩:২০

শীতে চুলকে প্রাণবন্ত রাখতে

অনলাইন ডেস্ক

শীতে চুলকে প্রাণবন্ত রাখতে

শীতে ত্বক, গোড়ালির পাশাপাশি চুলেরও বিশেষ যত্নের প্রয়োজন। এই সময় প্রতিদিন শ্যাম্পু না করলেই পারেন। এতে স্কাল্পের প্রাকৃতিক তৈলাক্ত ভাব চলে যায়।

ঠান্ডা পানি এড়িয়ে চলবেন। হালকা গরম পানিতে শ্যাম্পু করুন। শ্যাম্পু করলে ভাল করে চুল ধুয়ে কন্ডিশনার লাগাবেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে মাথায় তেল মাসাজ করতে পারেন। নারকেল তেল অল্প গরম করে লাগাতে পারেন। অলিভ অয়েল বা জবা ফুলের নির্যাসযুক্ত তেলও ব্যবহার করতে পারেন।
 
শীতকালে চুল বেশি রুক্ষ লাগে। হেয়ার সিরাম ব্যবহার করলে সমস্যা কাটবে। ভিনিগার দিয়ে চুল ধুলেও উপকার পাবেন। সময় মতো চুল ট্রিম করান। নইলে ডগা ফাটবে।

ড্রায়ার এড়িয়ে চলুন। বড় দাঁতওয়ালা চিরুনি দিয়ে চুল আঁচড়ান। ভিজা চুল আঁচড়াবেন না। সমপরিমাণ লেবুর রস এবং নারকেল তেল মিশিয়ে স্কাল্পে মাসাজ করুন। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। 
 

বিডি প্রতিদিন/৬ ডিসেম্বর, ২০১৬/ফারজানা

সর্বশেষ খবর