১০ ডিসেম্বর, ২০১৬ ১৬:৫৬

ত্বক ভালো রাখতে নাভির যত্ন নিন

অনলাইন ডেস্ক

ত্বক ভালো রাখতে নাভির যত্ন নিন

ত্বক সচেতন যারা, শীতের হাওয়া বইতে শুরু করলেই তারা দুশ্চিন্তায় ভুগতে শুরু করেন। কারণ শীতে ত্বক রুক্ষ হয়ে পড়ে আর সেজন্য প্রয়োজন হয় বাড়তি যত্নের। কখনও ঠোঁট ফাটা, কখনও কালো ছোপ পড়ে ত্বক নির্জীব দেখানো, তো কখনও সাদা দাগের সমস্যা। কিন্তু আপনি জানেন কি সারা বছর নিয়মিত নাভির যত্ন নিলে রেহাই পেতে পারেন ত্বকের নানা সমস্যা থেকে? কেননা ত্বকের স্বাস্থ্যের সঙ্গে সরাসরি যোগ রয়েছে নাভির। 

- ত্বকে ব্রণ, সাদা দাগের সমস্যা থাকলে নাভিতে লাগান নিম তেল।

- শীত কালে নিয়মিত নাভিতে সর্ষের তেল লাগালে ফাটা ঠোঁটের সমস্যা হবে না।

- দাগহীন, সুন্দর, উজ্জ্বল ত্বক কে না পেতে চায়? নিয়মিত নাভিতে আমন্ড অয়েল লাগালে পেতে পারেন উজ্জ্বল ত্বক।

- গোটা শীত কাল নাভিতে ঘি লাগালে শুষ্ক ত্বকের সমস্যা থেকে রেহাই পাবেন।

- ত্বক, কালো নির্জীব দেখালে নাভিতে লেমন অয়েল লাগান। 


সূত্র:  আনন্দবাজার পত্রিকা


বিডি-প্রতিদিন/ ১০ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর