১৭ জানুয়ারি, ২০১৭ ০৫:২১

শীতে ত্বকের যত্ন নিতে বদলে ফেলুন বালিশের কভার

অনলাইন ডেস্ক

শীতে ত্বকের যত্ন নিতে বদলে ফেলুন বালিশের কভার

প্রতীকী ছবি

শীতকালে এমনিতেই ত্বক রুক্ষ হয়ে যায়। ত্বকের আর্দ্রতা কমে যাওয়ার ফলেই এই ব্যাপারটি হয়। রুক্ষ ত্বক থেকে মুক্তি পেতে নানা ধরনের ক্রিম এবং লোশন ব্যবহার করেন সকলেই৷ কিন্তু আপনি জানেন কি বালিশের কভার আপনার ত্বকের ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে?

প্রশ্ন জাগতে পারে, হঠাৎ বালিশের কভার কেমন করে ত্বকের যত্ন নিতে পারে? বিশেষজ্ঞদের মতে সুতি বালিশের কভার ত্বকের আর্দ্রতা কেড়ে নেয়। সুতি কভার যুক্ত বালিশে ঘুমোলে ত্বকের আর্দ্রতা তাই অনেকটাই কমে যায়। কিন্তু খুব আশ্চর্যভাবে সুতির পরিবর্তে সিল্কের বালিশের কভার ব্যবহার করলে ফল হয় ঠিক উল্টোটা। রেশম সাধারণত ত্বকের আর্দ্রতা শুষে নেয় না। ফলে, রেশমের কভারে মাথা রেখে শুলে ত্বকের আর্দ্রতা বজায় থাকে।

তাই ত্বকের যত্ন নিতে আজই বদলে ফেলুন সুতি কভার। ব্যবহার করুন রেশমের কভার। যত্ন নিন ত্বকের।

 

বিডি প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর