২৪ জানুয়ারি, ২০১৭ ১৪:৪২

অনলাইনে স্বামী নির্বাচনের আগে যা ভাবেন নারীরা

অনলাইন ডেস্ক

অনলাইনে স্বামী নির্বাচনের আগে যা ভাবেন নারীরা

ম্যাট্রিমনিয়াল সাইটের ওপর দিনদিনই নির্ভরতা বাড়ছে। কিন্তু অনলাইনে নির্ভর করে জীবনসঙ্গী খুঁজতে গিয়ে প্রতারণার শিকার হওয়াও নতুন কিছু নয়। তাই শঙ্কায় ভুগে অনেকে একটু বেশিই সতর্ক থাকেন। অনলাইনে স্বামী নির্বাচনের আগে কী ভাবেন নারীরা?

আলাপ আলোচনার মাধ্যমে পাত্র পছন্দ করেও অনেক নারী প্রোফাইলে দেয়া ছবিটিতে বিশ্বাস রাখতে পারেন না। ভাবেন ছবিটি আসলেই সেই ছেলের তো? আর এতই যখন স্মার্ট, সুদর্শন, তবে সে ম্যাট্রিমনিয়াল সাইটে কী করছে। নিশ্চয়ই কোনো ভেজাল আছে এই প্রোফাইলে!

কথা বলতে ভালোই লাগছে। কিন্তু বাস্তবে সে কেমন? প্রতারক নয় তো। আমার সঙ্গে বিয়ে নিয়ে কৌতুক করছে না তো? বিয়ের পর সে কেমন আচরণ করবে? পারিবারিক কোনো ঝামেলা পোহাতে হবে কী? লোকটা যৌন জীবনে কুরুচিপূর্ণ নয় তো? আমিও কী তার সঙ্গে মানিয়ে চলতে পারবো? বিয়ের পর-পরই সন্তানের আবদার করবে না তো? সবসময় কী তাকে পাশে পাবো?

বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি, ২০১৭/ফারজানা

সর্বশেষ খবর