২২ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:১৯

বমিভাব দূর করতে ঘরোয়া উপায়

অনলাইন ডেস্ক

বমিভাব দূর করতে ঘরোয়া উপায়

বমি করা কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের নিয়ন্ত্রণে থাকে না। পেটে অপাচ্য বা সংক্রামক কিছু পড়লে স্বাভাবিকভাবেই তা বের করে দেয় শরীর। অনেকটা প্রতিবর্ত ক্রিয়ার মতো। কিন্তু ঘরে কয়েকটা জিনিস থাকলে এই বমি কমানো যাবে। জেনে নিন কোন সেই জিনিস-

❏‌ আদা— আদা কুচি করে তা পানিতে মিশিয়ে নিন। সঙ্গে মধু। বমিভাব লাগলেই পান করুন। উপকার পাবেন।

❏‌ লবঙ্গ— লবঙ্গ কিন্তু নিমেষে বমি কমিয়ে দেয়। বমি পেলেই গালে একটা লবঙ্গ রাখুন।
 
❏‌ লবন, চিনির পানি— বমি হলে শরীরে বিভিন্ন ধরনের লবনের ভারসাম্য নষ্ট হয়। তাছাড়া পানিরও অভাব দেখা দেয়। তাই লবন, চিনির পানি খেলে সব সমস্যাই মিটবে।

❏‌ লেবু, মধুর পানি— ঠান্ডা পানিতে লেবুর রস আর মধু মিশিয়ে খান। আরাম পাবেন। লেবুতে রয়েছে বেশ কিছু ভিটামিন আর খনিজের উৎস, যা বমি কমাতে সাহায্য করে।

❏‌ মৌরি— খাওয়ার পর একটু মৌরি খাবেন। বমিভাব দূর হবে। মুখের ভিতরটাও তরতাজা থাকবে।

❏‌ কমলালেবু— লেবুর মতোই কমলা লেবুও উপকারী। কমলার রসও খেতে পারেন।


বিডি প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর