২৫ মার্চ, ২০১৭ ১৪:৪৩

রক্তপরীক্ষায় জানা যাবে শরীরে ক্যান্সার আছে কি না

অনলাইন ডেস্ক

রক্তপরীক্ষায় জানা যাবে শরীরে ক্যান্সার আছে কি না

সংগৃহীত ছবি

শরীরের কোন অংশ ক্যান্সার-আক্রান্ত কি না, এবার তা রক্তপরীক্ষার মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে। সম্প্রতি এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

তাদের মতে, শরীরের ভিতরে যখন কোনও টিউমার বৃদ্ধি পেতে শুরু করে, তখন সেটি সাধারণ কোষ থেকে নিউট্রিয়েন্টস শুষে নেয়। কোষগুলি শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই জায়গাও অধিকার করে নেয় মরণরোগের সেল। 

এছাড়া সাধারণ কোষ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাওয়ার সময়, নিজেদের ডিএনএ ধমনীতে ভাসিয়ে দেয়। এই ডিএনএ থেকেই নির্ধারণ করা যাবে আক্রান্ত টিস্যুটিকে। শরীরের ১০টি বিভিন্ন টিস্যুর প্যাটার্ন ইতিমধ্যেই তৈরি করেছেন গবেষকের দল। লিভার, ইনটেসটাইন, কোলোন, লাংগস, ব্রেন, কিডনি, প্যানক্রিয়াস, স্প্লিন, পাকস্থলী ও রক্ত- শরীরের এই ১০টি অংশেরই টিস্যুর প্যাটার্নগুলির উপর কাজ করছেন গবেষকরা। আর তাদের সম্পূর্ণ পদ্ধতিটি প্রকাশিত হয়েছে ‘নেচার জেনেটিকস’ নামে একটি জার্নালে।

সূত্র: এবেলা

সর্বশেষ খবর