২৪ এপ্রিল, ২০১৭ ১১:৪৫

যৌনতা নয়, নতুম প্রজন্মের বেশি পছন্দ ভিডিও গেম

অনলাইন ডেস্ক

যৌনতা নয়, নতুম প্রজন্মের বেশি পছন্দ ভিডিও গেম

প্রতীকী ছবি

বর্তমানে টিনেজারদের নিয়ে বাবা-মায়েদের যে সমস্যটা সবচেয়ে বেশি থাকে, সেই সমস্যাটার নাম হল নেশা। এছাড়া প্রেম বা যৌনতা বর্ত্মান প্রজন্মের ছেলে-মেয়ের বাবা-মায়েদের অন্যতম মাথা-ব্যথার কারণও বটে। কিন্তু গবেষণা বলছে বর্তমান টিনেজারদের কাছে নেশা, প্রেম, যৌনতার চেয়েও অনেক বেশি আগ্রহের বিষয় ভিডিও গেম।

নিউইয়র্ক পোস্টে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, বেশির ভাগ টিনেজারই প্রতিদিন ৩ ঘণ্টা করে সময় ভিডিও গেম খেলে। তারা এতটাই অ্যাডিকটেড যে গেমের জন্য তারা যৌনতাও ছাড়তে রাজি।

সমীক্ষা বলছে, সমগ্র যুক্তরাষ্ট্রের টিনেজারদের গেম খেলার পরিমাণের চেয়ে চার গুণ বেশি পরিমাণ টিনেজার শুধু নিউইয়র্কেই গেম অ্যাডিকটেড।

এর থেকে গবেষকরা বলছেন, নয়া প্রজন্ম মদ-সিগারেট-গাঁজা পছন্দ করছে না এটা অবশ্যই ভালো কথা। কিন্তু তার পাশাপাশি, তাদের গেমের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়াটা মোটেই ভালো লক্ষণ নয়।

 

বিডি-প্রতিদিন/ ২৪ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫

সর্বশেষ খবর