২৮ এপ্রিল, ২০১৭ ২৩:২১

শিশুর লিভারে যখন সমস্যা

অনলাইন ডেস্ক

শিশুর লিভারে যখন সমস্যা

সন্তানের সামান্য অসুস্থতাও মা-বাবার কাছে আতংকের বিষয়। আর তাও যদি হয় লিভার সমস্যা, তাহলে তো দুঃশ্চিন্তার আর শেষ থাকে না। নানা কারণে আজকাল অনেক শিশুই লিভার সমস্যায় আক্রান্ত হচ্ছে। অনেকক্ষেত্রেই বিষয়টা বাবা-মা সহজে ধরতে পারেন না। যখন ধরা পড়ে তখন অনেক দেরি হয়ে যায়। তাই এ বিষয়ে কিছু ধারণা থাকা সবারই প্রয়োজন।

লক্ষণ
শিশুর ওজন দ্রুত হ্রাস পায়।
শরীরে ফ্লুইড জমে শরীর ফুলে যায়।
জন্ডিসের নানা লক্ষণ দেখা যায়।

যে কারণে

খুব ছোট শিশুদের ক্ষেত্রে, ব্যাকটেরিয়া,ভাইরাস ও বিভিন্ন প্যারাসাইটের সংক্রমনের মাধ্যমে শরীরে হেপাটাইটিস বি, নন এল, নন বি থেকে লিভারে সমস্যা হতে পারে।
অনেকসময় ম্যালেরিয়া জ্বর থেকেও লিভারে সমস্যা হতে পারে।
অতিরিক্ত ফাস্টফুড থেকে লিভারে ফ্যাট জমে এ সমস্যা দেখা দিতে পারে।

চিকিৎসা

লিভারের সমস্যার লক্ষণগুলো পরিলক্ষিত হলে অবশ্যই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্লাড টেস্ট করে লিভারের অবস্থা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহন করতে হবে।
সহজে হজম হয় এমন খাবার খাওয়াতে হবে।
অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার বাদ দিতে হবে।
শিশুকে কম তেল, কম মসলাযুক্ত খাবার খাওয়াতে হবে।
বেশি করে ডাবের পানি, শরবত, গ্লুকোজ দিতে হবে।
ফাস্টফুড জাতীয় খাবার বন্ধ করতে হবে।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর