২৪ মে, ২০১৭ ১২:২০

রোদ থেকে ত্বক বাঁচাতে...

অনলাইন ডেস্ক

রোদ থেকে ত্বক বাঁচাতে...

সংগৃহীত ছবি

প্রখর রোদ থেকে বাঁচতে এখন আর শুধু ছাতা আর সানস্ক্রিনই যথেষ্ট নয়! রোদ থেকে বাঁচতে এবং ‘ত্বকের যত্ন’ নিতে এখন আট থেকে আশির ভরসা ‘স্কিন গার্ড’ এবং সূতি স্কার্ফ।

মে মাসের চাঁদি ফাটা রোদ থেকে বাঁচতে চিকিৎসকেরা বাইরে না-বেরনোর পরামর্শই দিচ্ছেন। কিন্তু যারা নিরুপায়, তাদের একমাত্র অবলম্বন এই ‘স্কিন গার্ড’। তাই ‘ট্যান’ থেকে বাঁচতে ছেলে-মেয়ে নির্বিশেষে সকলের কাছেই চাহিদা বেড়েছে এই ‘হ্যান্ড গ্লাভস’ (কনুই পর্যন্ত) এবং ‘রিস্ট গার্ডে’র (কব্জি পর্যন্ত)। 

ব্যবসায়ীরা অবশ্য বলছেন, ‘রিস্ট গার্ডে’র তুলনায় ক্রেতাদের কাছে ‘হ্যান্ড গ্লাভসে’র চাহিদা অনেকটাই বেশি।  গ্লাভসের পাশাপাশি, মাথা ঢাকা সুতির স্কার্ফ চাহিদাও রয়েছে। তবে ত্বক বাঁচাতে স্কার্ফ চেয়েও শহরবাসী অনেক বেশি ‘আপন’ করে নিয়েছেন এই ‘স্কিন গার্ড’কেই।

বিডি প্রতিদিন/ ২৪ মে ২০১৭/আরাফাত

সর্বশেষ খবর