২৫ মে, ২০১৭ ০২:২০

আরামের ঘুম ভাঙাবে স্মার্টবালিশ!

অনলাইন ডেস্ক

আরামের ঘুম ভাঙাবে স্মার্টবালিশ!

ফাইল ছবি

সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙাটা বেশ বিরক্তিকর বটে। তাই আরামের ঘুম শান্তভাবে ভাঙাতে তৈরি করা হয়েছে স্মার্টবালিশ। স্মার্টবালিশ এপ্রিলে কিকস্টার্টার নামের একটি প্রতিষ্ঠান নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটির দাবি, স্মার্টবালিশ মানুষের দিন ও রাতের ঘুমে ‘বৈপ্লবিক পরিবর্তন’ আনবে। শুধু ঘুম ভাঙানোই নয়, ঘুমের মান বিশ্লেষণের কাজও করবে এই বালিশ।

স্মার্টবালিশ মাথা রাখার সঙ্গে সঙ্গে বালিশে থাকা সেন্সরগুলো চালু হয়ে যাবে। সকাল হলে স্বয়ংক্রিয়ভাবে বালিশের সানরাইজ ফিচার চালু হয়ে যাবে এবং হালকা থেকে গাঢ় আলো বিচ্ছুরণ করে ব্যবহারকারী ব্যক্তির ঘুম ভাঙাবে। এতে করে ঘুম থেকে উঠেই ফের ঘুমিয়ে যাওয়া সম্ভব হবে না। বাণিজ্যিকভাবে বিক্রি শুরু হলে প্রতিটি বালিশ কিনতে দাম পড়বে প্রায় ৩০০ ডলার। সূত্র: ইন্টারনেট।

বিডি প্রতিদিন/এ মজুমদার

সর্বশেষ খবর