১৮ অক্টোবর, ২০১৭ ০২:০৯

পরিচয়পত্রের তথ্য চুরি হলে হতে পারে ভয়ানক বিপদ!‌

অনলাইন ডেস্ক

পরিচয়পত্রের তথ্য চুরি হলে হতে পারে ভয়ানক বিপদ!‌

আজকের ব্যস্ত যুগে মানুষের হাতে সময়ের বড়ই অভাব। তা বলে যদি আপনি নিজের পরিচয়পত্রের পূর্ণ তথ্য ঠিক ভাবে না রাখেন তাহলে হতে পারে ভয়ানক বিপদ। কারণ পরিচয়পত্রের তথ্য হস্তগত করে তা দিয়ে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে মানুষকে বিপদে ফেলার ঘটনা এখন সারা বিশ্বে ঘটছে। 

প্রতিবছর ৫ লক্ষেরও বেশি মানুষ এই সমস্যার শিকার বিশ্ব জুড়ে। জানা গেছে, এই অপরাধের সাথে যুক্ত অপরাধীদের কাজই হচ্ছে, কেউ যদি অসাবধানতাবশত কোনও পরিচয়পত্র নষ্ট করতে ভুলে যান, তাহলে সেখান থেকেই প্রতারকরা তথ্য জোগাড় করে ভুয়া পরিচয়পত্র বানিয়ে ফেলা। সেই ভুয়া পরিচয়পত্র দিয়ে সেই ব্যক্তির ব্যাংক, বিমা, সেলফোন সংযোগ সহ যাবতীয় তথ্য হস্তগত করে ফেলবে প্রতারকরা। 

সেজন্য যদি কেউ নিজের বাড়ির ঠিকানা বদলান, তাহলে টেলিফোন অফিস, ব্যাংক, বিদ্যুৎ অফিস, বিমা কোম্পানি সব জায়গায় সেই নতুন ঠিকানা জমা করুন। যদি কেউ ক্রেডিট বা ডেবিট কার্ড নষ্ট করতে চান, তাহলে হয় তা ব্যাংকেই ফেরত দিন বা কেটে ফেলুন। ঋণ নিতে গেলে যদি অফিসের বেতনের তথ্য জমা দিতে হয়, সেক্ষেত্রে সেই তথ্যে নিয়োগকর্তার সই থাকা আবশ্যক। 


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর