Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
প্রকাশ : ১৪ নভেম্বর, ২০১৭ ১২:৫০ অনলাইন ভার্সন
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৭ ১৩:৩৫
সঙ্গী মিথ্যা বলছে? বুঝবেন যেভাবে
অনলাইন ডেস্ক
সঙ্গী মিথ্যা বলছে? বুঝবেন যেভাবে

মানুুষের অঙ্গভঙ্গি দেখেই বুঝা যায়, সে মিথ্যা বলছে কী! সম্প্রতি বিজনেস ইনসাইডার'র এক প্রতিবেদনে অনুযায়ী এ ধরনের কিছু অঙ্গভঙ্গির কথা নিচে দেওয়া হলো।

এক. প্রতিবেদনে বলা হয়, মিথ্যাবাদীদের প্রায়ই দেখা যায় ঘাড়ের পেছন থেকে অতিরিক্ত ঘাম মুছে ফেলার চেষ্টা করতে।

আর কেউ যদি বসে বসে মিথ্যা বলে, তাহলে তাদের প্রায়েই দেখা যায় হাতের তালু দিয়ে হাঁটুর ওপর ঘষতে। তাছাড়া মিথ্যাবাদীর শ্বাস-প্রশ্বাস প্রায়ই জোরালো ও দ্রুত হয়ে ওঠে।

দুই. লম্বা চুলের অধিকারীরা মিথ্যা বলার সময় তাদের আঙ্গুল দিয়ে চুল পেঁচাতে দেখা যায়। আবার মিথ্যাবাদীরা প্রায়ই মিথ্যা বলার সময় নিজের কাপড়ের ধুলো ঝেড়ে ফেলার ভঙ্গি করে।

তিন. মিথ্যা বলার সময় প্রায়ই মানুষ তাদের হাত কচলায়। অনেকেই মিথ্যা বলার সময় তাদের হাতের আঙ্গুল, ব্রেসলেট বা ঘড়ি নাড়াচাড়া করে। এছাড়া অনেকেরই আঙ্গুল বা কবজির নড়াচড়া দেখে বোঝা যায় যে, কোনো অস্বাভাবিক বিষয় চলছে।

চার. মিথ্যা বলার সময় অনেক মানুষেরই অঙ্গভঙ্গি বেখাপ্পা ও অনমনীয় হয়ে ওঠে। কিছু মিথ্যাবাদী তাদের পা চেয়ারের নিচে পায়ের গোড়ালি ক্রস করে বসে।

পাঁচ. মিথ্যা বলার সময় যারা রক্ষণাত্মক ভঙ্গিতে থাকে তারা তাদের শার্টের কলারের বোতামটি লাগাতে বা সে অংশটি ঢেকে রাখতে চেষ্টা করে। বুকের কাছে বাহু ক্রস করা অনেক সময় মিথ্যা বলার লক্ষণ প্রকাশ করে।   মিথ্যাবাদীদের যদি সিগারেট কিংবা চুইম গাম ব্যবহারের অভ্যাস থাকে তাহলে মিথ্যা বলার পর তারা দ্রুত সে কাজটি করতে চায়।

বিডি প্রতিদিন/মজুমদার

আপনার মন্তব্য

up-arrow