২১ নভেম্বর, ২০১৭ ১২:৫০

প্রথমবারের মতো মানবশরীরে জিনের ত্রুটি সংশোধনে উদ্যোগ

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো মানবশরীরে জিনের ত্রুটি সংশোধনে উদ্যোগ

জটিল রোগ সারাতে মানবদেহের অভ্যন্তরে জিন অর্থাৎ ডিএনএ নিয়ে কাজ করা সম্ভব হয়নি। এবার পরীক্ষামূলকভাবে তা করেছেন মার্কিন বিজ্ঞানীরা। দুরারোগ্য মেটাবলিক ডিজিজে আক্রান্ত এক ব্যক্তির শরীরে এই ডিএনএ সংশোধন করা হয়েছে। ত্রুটিপূর্ণ ডিএনএকে ছেঁটে ফেলে, সেখানে কোটি কোটি 'সংশোধিত জিন' ঢোকানো হয়। গোটা প্রক্রিয়াটি ডিএনএ-কাটিং যন্ত্র দিয়ে সম্পন্ন হয়।

আপাতত ওই রোগীকে পর্যবেক্ষণে রাখা হবে। তিন মাসের মধ্যেই বোঝা যাবে সংশোধিত জিন সক্রিয় হয়েছে কী না। উদ্যোগ সফল হলে জটিল এই অসুখের সারানো সহজ হবে, চিকিৎসা খরচও কমবে।

মার্কিন এই গবেষকরা জানান, রোগীর শরীর থেকে ত্রুটিপূর্ণ জিনগুলি বের করে, পরীক্ষাগারে তা সংশোধন করে নেওয়া হয়। এরপর সেই সংশোধিত জিনই ওই রোগীর শরীরে প্রবেশ করানো হয়েছে।

এর আগেও এ চেষ্টা করা হয়েছে। ডিএনএর মধ্যে সংশোধিত অংশ বাইরে থেকে প্রবেশ করানো হলেও তা নিয়ন্ত্রণ করা যায়নি। ডিএনএর মধ্যে অবস্থান ঠিকঠাক না হওয়ার কারণেই বিপত্তি বাধে। কিন্তু এবার মানবশরীরের অভ্যন্তরে মিনিয়েচার সার্জন পাঠিয়ে, বিশেষ প্রক্রিয়ায় একদম ঠিক জায়গায় নতুন জিনের অংশ প্রতিস্থাপন করা হয়েছে। 

বিডি প্রতিদিন/২১ নভেম্বর, ২০১৭/ফারজানা

সর্বশেষ খবর