২২ নভেম্বর, ২০১৭ ১১:০১

অ্যালকোহল গ্রহণে যা হতে পারে আপনার লিভারে (ভিডিও)

অনলাইন ডেস্ক

অ্যালকোহল গ্রহণে যা হতে পারে আপনার লিভারে (ভিডিও)

বিশ্বের বহু মানুষ লিভারের সমস্যায় ভোগেন। আর এর প্রধান কারণ হলো অ্যালকোহল গ্রহণ। এটা লিভারকে পুড়িয়ে ফেলে এবং 'লিভার কাইরোসিস'-এর সৃষ্টির করে। আর এটা তখনই হয়, যখন অতিরিক্ত অ্যালকোহল আপনার লিভার কোষকে 'ড্যামেজ' করে দেয়।

একটি সুস্থবান লিভারের সারফেস হয় মসৃণ। অন্যদিকে, একটি ড্যামেজ লিভারের সারফেস হয় ক্ষত-বিক্ষত ও অমসৃণ, যা সঠিকভাবে তার কার্য সম্পন্ন করতে পারে না।

পৃথিবীতে সড়ক দুর্ঘটনা ও ডায়াবেটিসে আক্রান্ত হয়ে প্রতি বছর যত মানুষ মারা যায়, তার চেয়ে বেশি মানুষ মারা যায় লিভারের সমস্যায়।

 

সূত্র : বিজনেস ইনসাইডার

বিডি-প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৭/মাহবুব

সর্বশেষ খবর