১৮ জানুয়ারি, ২০১৮ ০৮:৫৮

হাতে পেঁয়াজের গন্ধ দূর করবেন যেভাবে

অনলাইন ডেস্ক

হাতে পেঁয়াজের গন্ধ দূর করবেন যেভাবে

প্রতীকী ছবি

পেঁয়াজ কাটতে গেলে কত কাণ্ডই না হয়৷ চোখ থেকে পানি পড়া আটকাতে হাজার পন্থা অবলম্বন করে থাকে অনেকেই৷ কিন্তু আরও এক সমস্যা হল, পেঁয়াজ কাটার পর হাতে তার গন্ধ৷ সাবান দিয়ে হাত ধোওয়ার পরেও থেকে যায় সেই গন্ধ৷ কেউ কেউ এরপরেও হাতে ক্রিম মাখা থেকে শুরু করে আরও বহু কিছু কসরৎ করেন সেই গন্ধ দূর করার জন্য৷

কিন্তু জানেন কি খুব সহজেই হাতের এই গন্ধ দূর হয়ে যেতে পারে৷ 
 
১) পেঁয়াজ কাটার পর হাতে একটু লবন দিয়ে ভালো করে ঘষে নিন৷ তারপর পরিষ্কার পানিতে হাত ধুয়ে নিন৷ গন্ধ চলে যাবে নিমেষে৷

২) আবার হাতে কফি পাউডার নিয়ে পানি দিয়ে তা ঘষে নিতে পারেন৷ পেঁয়াজের গন্ধ চলে যাবে হাত থেকে৷

৩) কেউ কেউ এই গন্ধ দূর করতে বেকিং সোডা ব্যবহার করে থাকেন৷


বিডি প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৮/হিমেল

সর্বশেষ খবর