২০ জানুয়ারি, ২০১৮ ১২:৫৫

ওজন কমাবে ও কর্মক্ষমতা বাড়াবে ‘‌বুলেটপ্রুফ কফি’

অনলাইন ডেস্ক

ওজন কমাবে ও  কর্মক্ষমতা বাড়াবে ‘‌বুলেটপ্রুফ কফি’

ফাইল ছবি

খুব ক্লান্ত শরীরে যদি এক কাপ কফি পাওয়া গেলে বেশ ভাল লাগে। ‌কিন্তু কফি খাওয়ার কথা উঠলেই অনেকেই আবার বলবে কফি খেলে শরীরের ক্ষতি হতে পারে। আর এখানেই চমক দেখাতে চলেছে ‘‌বুলেটপ্রুফ কফি’‌। অন্তত বিশেষজ্ঞদের এমনটাই দিয়েছে। তাদের মতে, এই কফি ওজন কমানো থেকে শুরু করে কর্মক্ষমতা বাড়ানো 

বুলেটপ্রুফ কথাটি শুনলে অনেকেরই মনে হতে পারে এর সঙ্গে বন্দুক-গুলি কিংবা যুদ্ধের কোনও সম্পর্কের কথা। আসলে মাখন দিয়ে তৈরি কফিকেই বলা হয়ে থাকে ‘‌বুলেটপ্রুফ কফি’। এই কফি যেমন আপনার কার্যক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে, তেমনই আপনার ওজন কমাতেও সাহায্য করবে। 

কীভাবে তৈরি করবেন এই বুলেটপ্রুফ কফি-

১.‌ কফি
২.‌ ১/‌৪ থেকে ১/‌২ চামচ নুন ছাড়া মাখন
৩.‌ ১ টেবিলচামচ ব্রেন অক্টেন অয়েল কিংবা নারকেল তেল।

পদ্ধতি-

নির্দিষ্ট পদ্ধতিতে কফি তৈরির পর মাখন এবং তেলটি মিশিয়ে নিতে হবে। তাহলে কফিতে ক্রিম ভাবটিও থাকবে। আর তারপর নির্দিষ্ট পাত্রে ঢেলে কফিটি পান করতে পারবেন আপনি। 

অতএব এবার ওজন কমাতে, সুস্বাস্থ্যে অধিকারী হতে এবং কাজ করার সময় ক্লান্তিকে দূর করতে আপনিও বাড়িতে বানিয়ে নিন ‘‌বুলেটপ্রুফ কফি’। ‌


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর