২২ জানুয়ারি, ২০১৮ ১৫:১০

ঘুমাতে যাওয়ার সঙ্গীও যখন স্মার্টফোন...!

অনলাইন ডেস্ক

ঘুমাতে যাওয়ার সঙ্গীও যখন স্মার্টফোন...!

ফাইল ছবি

অনেকেরই রাতে ঘুমাতে যাওয়ার সঙ্গীও এখন স্মার্টফোন। আর এর ফলে নষ্ঠ হচ্ছে যৌন সম্পর্ক। একটি সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। 

সম্প্রতি এক সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় নব্য প্রজন্ম উইকেন্ডে যৌন সম্পর্কও ছেড়ে দিতে রাজি। কিন্তু স্মার্টফোনকে শয্যাসঙ্গী হিসেবে ছাড়তে নারাজ।

প্রায় ৭০০০ জন স্মার্টফোন গ্রাহকের ওপর এই সমীক্ষা চালিয়েছে। যাদের মধ্যে সমীক্ষা চালানো হয়। তাদের প্রায় ৬০ শতাংশই জানিয়েছেন, স্মার্টফোন তাদের ঘুমের সঙ্গী। এর মধ্যে দেখা গেছে, প্রায় ৭৪ শতাংশ স্মার্টফোন সঙ্গে নিয়ে ঘুমান। এছাড়া ব্যবহারকারীদের প্রতি ছয় জনের মধ্যে একজনের গোসলের সময়ও সঙ্গী হয় স্মার্টফোন। ৫৪ শতাংশই জানিয়েছে, স্মার্টফোন ছেড়ে তারা একেবারেই থাকতে পারেন না।

সমীক্ষায় আরও দেখা গেছে, অনেকেরই মনের সঙ্গী হয়ে উঠেছে স্মার্টফোন। ৪০ শতাংশই নিজের সেরা বন্ধুর কাছেও যে গোপন কথা বলতে পারেন না তা স্মার্টফোনের সঙ্গে বলতে পারেন। তবে এই সর্বক্ষণের সঙ্গী সম্পর্কে অনেকেই খুশি নয়। মাত্র ৩৯ শতাংশই তাদের স্মার্টফোন সম্পর্কে খুশি। ৭৯ শতাংশই মনে করেন, প্রয়োজনের মুহূর্তে বিঘ্ন ঘটায় তাঁদের ফোন।

 

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর