১৮ মার্চ, ২০১৮ ১৩:২৩

ওজন কমানোর অভিনব ৫ উপায়

অনলাইন ডেস্ক

ওজন কমানোর অভিনব ৫ উপায়

প্রতীকী ছবি

ওজন কমাতে কত কিছুই করি আমরা। তবে এমন কিছু সহজ উপায়ও আছে, যা প্রতিদিনকার জীবনে মেনে চললে ওজন কমানো বা খাওয়ার ওপর নিয়ন্ত্রণ রাখা, কোনও কিছুতেই আর বেগ পেতে হবে না। আমাদের আজকের এই প্রতিবেদনে রইলো সেই সম্পর্কে স্বল্প বিস্তর আলোচনা-

১। পানি খাওয়া- 

বেশি করে পানি খেলে ক্ষুধা বোধ কমে। কাজেই আপনি কম পরিমাণে খাবেন, ওজনও কম বাড়বে। দিনে কমপক্ষে ৮-১০ গ্লাস পানি খাওয়া ভাল। খাওয়ার আগেও পানি খেয়ে খেতে বসুন।

২। রাতের খাবার-

রাতের খাবার খুব ভারী হলে, ঘুমের মধ্যে শরীর ক্যালরি পোড়াতে পারে না। চেষ্টা করুন, শুতে যাওয়ার অন্তত দু'ঘণ্টা আগে খাওয়া সারতে এবং অবশ্যই হালকা খাবার খান।

৩। ব্রেকফাস্ট- 

সকালের খাবার ভুলেও বাদ দেবেন না। সারারাত বিশ্রামে থাকার পর, সকালে আমাদের মেটাবলিজমকে নতুন করে কাজ শুরু করতে হয়। তারও ফুয়েল চাই।

৪। গ্রিল করুন- 

কোনও কিছু ভেজে খাওয়ার থেকে গ্রিল করে খাওয়া ভাল। ভাজা খাবার তেল টানে আর গ্রিলড খাবার বাড়তি তেল ঝরিয়ে দেয়।

৫। সোক করুন- 

ভাজা খাবার তেল থেকে তোলা মাত্রই টিস্যু বা অ্যাবসর্বেন্ট কিচেন পেপারে রেখে মুড়িয়ে নিন। এতে অতিরিক্ত তেল টিস্যু শুষে নেবে।

 

বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর 

সর্বশেষ খবর