২৪ মার্চ, ২০১৮ ১৩:০৯

আসছে কালবৈশাখি, ঝড়ের সময়ে করণীয়

অনলাইন ডেস্ক

আসছে কালবৈশাখি, ঝড়ের সময়ে করণীয়

প্রতীকী ছবি

সবে চৈত্রের শুরু, তাই যেকোন সময় মেজাজ দেখাতে শুরু করতে পারে কালবৈশাখি। প্রচণ্ড ঝড়ে তছনছ হয়ে যেতে পারে জনজীবন। কালবৈশাখি আসলেই নানা জায়গা থেকে খবর পাওয়া যায় নানা দুর্ঘটনার। আপনিও যাতে ঝড়ের প্রভাবে দুর্ঘটনায় না পড়েন, আমাদের আজকের এই প্রতিবেদন থেকে তাই জেনে নিন প্রচণ্ড ঝড়ে কীভাবে বাঁচবেন-

১) ড্যাম্প বা অন্য কোনও কারণে যদি বাড়িতে কোথাও কোনও ফাটল ধরে থাকে, তাহলে অবশ্যই এখনই সারিয়ে ফেলুন।

২) জানালা-দরজার লক ঠিক আছে কিনা দেখে নিন।

৩) মোমবাতি কিংবা ব্যাটারি চালিত কোনও আলো সবসময় হাতের কাছে রাখুন। যাতে লোডশেডিং হলে অন্ধকারে অসুবিধা না হয়।

৪) ঘরে পর্যাপ্ত পরিমানে শুকনো খাবার, পানি, ওষুধ হাতের কাছে রাখবেন।

৫) অত্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র ওয়াটারপ্রুফ ফাইলে ভরে রাখুন।

৬) মোবাইলে সবসময় পুরো চার্জ দিয়ে রাখুন।

৭) ঝড়-বৃষ্টির সময়ে ঘরের বাইরে বেরোবেন না। বাচ্চাদের সবসময় নজরে রাখুন। যাতে তারা কোনওভাবেই ঘরের বাইরে যেতে না পারে।

৮) ঝড়ের সময়ে বাড়ির ইলেক্ট্রিক কানেকশন বন্ধ করে দিন। মেন সুইচ বন্ধ রাখুন।


বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর