শিরোনাম
১৯ এপ্রিল, ২০১৮ ১২:২০

মাইগ্রেন প্রতিরোধে আসছে 'কার্যকরী' ঔষধ

অনলাইন ডেস্ক

মাইগ্রেন প্রতিরোধে আসছে 'কার্যকরী' ঔষধ

প্রতীকী ছবি

মাইগ্রেন বা দীর্ঘ সময়ের মাথা ব্যথা সারাতে প্রথমবারের মতো কার্যকর ঔষধ আবিষ্কার করার কথা বলছেন গবেষকরা। যারা বিভিন্ন উপায় অবলম্বন করে মাইগ্রেন সারাতে ব্যর্থ হয়েছেন তারা নতুন এই ঔষধ ব্যবহার করে স্বস্তি পাবেন।

মাইগ্রেন শুরুর আগেই তা থামিয়ে দেয়ার সামর্থ্য আছে ওই ঔষধটির এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। মঙ্গলবার আমেরিকান অ্যাকাডেমি অব নিউরোলজি প্রকাশিত একটি প্রাথমিক গবেষণায় এমন দাবি করা হয়েছে।এরেনুম্যাব নামের নতুন এই ঔষধটি হচ্ছে ইনজেকশন। মাসে একবার এই ইনজেকশন নেয়া যাবে।

বিডি প্রতিদিন/১৯ এপ্রিল, ২০১৮/ফারজানা

সর্বশেষ খবর