শিরোনাম
২২ এপ্রিল, ২০১৮ ০৩:২২

ফুসফুসের কার্যক্ষমতা বাড়াবে যোগ ব্যায়াম

অনলাইন ডেস্ক

ফুসফুসের কার্যক্ষমতা বাড়াবে যোগ ব্যায়াম

ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে যোগ ব্যায়াম কার্যকর ভূমিকা রাখে। এক গবেষণায় দেখা গেছে,  ফুসফুসের ক্রনিক রোগাক্রান্ত রোগীদের ইয়োগার বা যোগব্যায়াম বেশ উপকারী। ' চেস্ট' নামে একটি জার্নালে সম্প্রতি গবেষণার ফলাফল প্রকাশিত হয়।

গবেষকরা জানান, যোগ ব্যায়াম শারীরিক অনুশীলনের কার্যক্ষমতা বাড়ায় এবং সিওপিডি (chronic obstructive pulmonary disease- COPD) রোগীদের উন্নতি ঘটায়। গবেষণার জন্য ৬০ জন সিওপিডি রোগীকে দৈবচয়নের ভিত্তিতে দুটি ভাগে বেছে নেয়া হয়। এরপর একটি গ্রুপকে যোগ ব্যায়াম শেখানো হয়। বাকি গ্রুপকে 'পালমোনারি রিহ্যাবিলিটেশন' প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হয়। এরপর তাদের রোগ নিরাময়ে অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়। এতে ফুসফুসের উন্নতিতে যোগ ব্যায়াম ও 'পালমোনারি রিহ্যাবিলিটেশন'র যথেষ্ট উপকারিতা প্রমাণিত হয়।

অংশগ্রহণকারীদের বিভিন্ন আসন, প্রাণায়াম, মেডিটেশন ও রিল্যাক্সেশন প্রশিক্ষণ দেওয়া হয়। এতে তাদের ফুসফুসের কার্যক্ষমতা যথেষ্ট বাড়ে বলে মত গবেষকদের। 

বিডি প্রতিদিন/মজুমদার

সর্বশেষ খবর