২৩ এপ্রিল, ২০১৮ ১০:২০

শেভিং- এ করণীয়

অনলাইন ডেস্ক

শেভিং- এ করণীয়

প্রতীকী ছবি

শেভ করতে গিয়ে গাল কেটে ফেলার অভিজ্ঞতা হয়ত কম বেশি সব পুরুষেরই আছে। আবার নির্বিঘ্নে শেভ করার পরও অনেক সময় ভুগতে হয় ত্বকের নানা সমস্যায়। ত্বকের ধরণের কারণে অনেকেই শেভ করার পর জটিলতায় পড়েন। দেখা দেয় ব্রন, ফুসকুড়ি, দাগ। তাই শেভ করার সময় মেনে চলতে হবে কিছু সতর্কতা-

১। মুখে ভালোভাবে শেভিং ক্রিম, জেল অথবা শেভিং ফোম লাগিয়ে নিন। কিছু সময় ভালোভাবে ফেনা হলে তারপর আস্তে আস্তে রেজর চালান।

২। দ্বিতীয় বার ক্রিম বা ফোম লাগানোর আগে বা পরে শেভিং অয়েল লাগিয়ে নিতে পারেন।

৩। দাড়ি-গোঁফের অনুকূলে সহনশীল গতিতে রেজার টানবেন। গাল ও থুতনির কাছে ওপর থেকে নিচের দিকে এবং গলার দিকে একটু সতর্কতার সঙ্গে রেজর টানবেন।

৪। দাড়ির উল্টোদিকে রেজর না চালানোই ভাল।

৫। ত্বক শুকালে আফটার শেভ লোশন ব্যবহার করুন। যাদের গালের চোয়াল ভরাট নয় তাদের কেটে যাবার সম্ভাপনা বেশি থাকে। তাই রেজর টানা উচিত একটু ধীরে।

৬। সিঙ্গেল ব্লেড নয় শেভিংয়ের ক্ষেত্রে ট্রিপল ব্লেড ব্যবহার করা ভালো এবং তুলনামূলক নিরাপদ।

৭। শেভিংয়ের পর মুখে অ্যান্টিসেপটিক ক্রিম লাগান। অ্যান্টিসেপটিক ধুয়ে মুখে আফটার শেভ লোশন দিন।

৮। ঘুম থেকে উঠেই শেভ করা উচিত নয়। কমপক্ষে এক ঘণ্টা পর শেভ করা উচিত।


বিডি প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৮/হিমেল

সর্বশেষ খবর