১১ আগস্ট, ২০১৮ ১৬:১৭

কেন বাড়ছে পুরুষের বন্ধ্যাত্ব, জানাল মার্কিন সমীক্ষা!

অনলাইন ডেস্ক

কেন বাড়ছে পুরুষের বন্ধ্যাত্ব, জানাল মার্কিন সমীক্ষা!

প্রতীকী ছবি

পুরুষের বন্ধ্যাত্বের কারণ হিসেবে ধূমপান, মদ্যপান বা তামাক সেবনকেই প্রথম সারিতে রাখা হয়েছে। তবে, এর বাইরেও রয়েছে একাধিক বিষয়, যা নিয়ে সচরারচর মাথা ঘামান না অনেকেই। সাম্প্রতিক এক মার্কিন গবেষণায় উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। 

মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ৬৫৬ জন পুরুষের উপরে এক সমীক্ষা করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এখান থেকেই স্পষ্ট হয়, পুরুষের অন্তর্বাস নির্বাচনের ওপরে অনেকটাই নির্ভর করে তাদের ফলিকল স্টিম্যুলেটিং হরমোন নিঃসরণের পরিমাণ। 

দিনের সিংহভাগ সময়ে টাইট ব্রিফ পড়ে থাকা পুরুষের ক্ষেত্রে এই হরমোনের লেভেল অনেক নীচে। পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে বক্সার পরছেন, তাদের ক্ষেত্রে সেই মাত্রা কিন্তু বেশ উপরে। ফলিকল স্টিম্যুলেটিং হরমোন নিঃসরণের পরিমাণ লেভেলের ওপরই নির্ভর করে পুরুষের স্পার্ম কোয়ালিটি এবং কোয়ান্টিটি। 

কাজেই, অফিস এবং অফিস পরবর্তী সময়ে, সব মিলিয়ে দিনে বারো থেকে চোদ্দ ঘন্টা গড়ে অন্তর্বাস পড়ে থাকেন তারা অবিলম্বে এই অভ্যাসে বদল না আনলে বিপদ।  

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর