২০ আগস্ট, ২০১৮ ১৯:৪৫

ক্যান্সার নির্ণয় করবে ৯০ সেকেন্ডের এক পরীক্ষা!

অনলাইন ডেস্ক

ক্যান্সার নির্ণয় করবে ৯০ সেকেন্ডের এক পরীক্ষা!

ক্যান্সার আপনার আছে কিনা নেই, ক্যান্সার হতে পারে কিনা, সেটাও বলে দিতে পারে একটি পরীক্ষা। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের রিসার্চাররা একটি দারুণ অ্যাকুয়রেট পরীক্ষা পদ্ধতি বের করেছেন। যেটা বলে দেবে আপনার আগামী সাড়ে তিন বছরের সময়কালে ক্যান্সার হতে পারে কিনা ৷

QIMR বার্গহোফার মেডিক্যাল রিসার্চ ইনসটিটিউট ৪০ থেকে ৭০ বছর বয়সীদের ওপর পরীক্ষা চালিয়েছেন ৷ আট বছর ধরে প্রায় ৪৫ হাজার মেলানোমা আক্রান্তদের নিয়ে কাজ করেছেন ৷ মেলোনমা বলতে আসলে বোঝায় আঁচিলের মতো গ্রোথ ৷

এটি একটি অনলাইন টেস্টের মতো। যাতে সাতটি বিভিন্ন ক্রাইটেরিয়ার কলাম পূরণ করতে হবে ৷ আপনার লিঙ্গ, স্কিনের ট্যান, আপনার শরীরে কতগুলি আঁচিল আছে, আপনার চুলের রঙ এবং আপনি কোন সানস্ক্রিন ব্যবহার করেন। 

এই প্রশ্নোত্তরের জন্য আপনাকে কোনও বিশেষজ্ঞ হতে হবে না। বরং আপনি উত্তর দিলে পুরো বিষয়টি আপনাকে সহজে বিশ্লেষণ করে দেবে এই অনলাইন টুল। পরীক্ষার পর আপনার মাপকাঠি জেনে যাবেন, আপনি অধিক বিপদের ক্যাটাগরিতে পরেন না মাঝারি বিপদে না কম বিপদে পরেন ৷


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর