২ জানুয়ারি, ২০১৯ ১০:২৩

ভদ্রলোকেরা যেসব প্রশ্ন করেন না

অনলাইন ডেস্ক

ভদ্রলোকেরা যেসব প্রশ্ন করেন না

প্রতীকী ছবি

পেশাগত ও ব্যক্তিজীবনে কথা কম বলাও একটা দক্ষতা। কিন্তু অনেক সময় ভদ্র লোকেরাও অনিচ্ছাকৃতভাবে এমন প্রশ্ন করে বসেন যাতে অপরপক্ষকে বিব্রত অবস্থায় পড়তে হয়। এতে আলোচনাও বেশি দূর এগোতে পারে না কারণ অন্যপক্ষ এমন প্রশ্নে আহত হয়ে নিজেকে গুটিয়ে নেয়। কম পরিচিত মানুষদের আমরা প্রায়ই সেসব প্রশ্ন করে থাকি যদিও তা করা উচিত নয়। এক্ষেত্রে উত্তর প্রদান থেকে দূরে থাকা উচিত কিংবা এড়িয়ে যাওয়া উচিত। কারণ এসব প্রশ্নে সুস্থ আলোচনা বাধাগ্রস্থ হয়। এমন কয়েকটি বিব্রতকর প্রশ্ন

* উনি কী আপনার মা,বোন, ভাই, সন্তান, বান্ধবী? সামনের লোকজনের সম্পর্ক নিয়ে আপনার ধারণা থেকে প্রশ্ন করা উচিত নয়।
*আপনারা কতদিন ধরে একসঙ্গে আছেন?
*আপনারা কবে সন্তান নেবেন?
*বিয়ে কবে করছেন?
*এই চুলের স্টাইল/ট্যাটু কোথা থেকে করেছেন?
*কারও শখ নিয়ে বিব্রতকর প্রশ্ন করা। যেমন: আপনি পাঁচটা কুকুর পুষছেন! কী দরকার ছিল। এতে তো অনেক খরচ।
*এটা নতুন পোশাক? অনেক দাম এটার/কত দাম পড়েছে?

বিব্রতকর প্রশ্নের মুখোমুখি হলে সংক্ষেপে উত্তর দিন কিংবা এড়িয়ে যান। তাহলে অন্যপক্ষ বুঝতে আপনি সেটি পছন্দ করছেন না বা আপনার জন্য সেটি বিব্রতকর। এছাড়া আলোচনার বিষয়বস্তু পরিবর্তন করতে পারেন। 

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর