১১ ফেব্রুয়ারি, ২০১৯ ১০:৫৮

বাংলাদেশি নারীদের জন্য 'স্টারমামস'

অনলাইন ডেস্ক

বাংলাদেশি নারীদের জন্য 'স্টারমামস'

বাংলাদেশি নারীদের মধ্যে সংযোগ, তাদের ক্ষমতায়ন ও তার গল্পগুলো ভাগাভাগি করতে চালু হয়েছে স্টারমামস নামের একটি ওয়েবসাইট। এ প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশের নারীদের প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে।

প্ল্যাটফর্মটি চালু করেছেন ২০০৮ সালের লাক্স-চ্যানেল আই সুপার স্টার প্রতিযোগিতার প্রথম রানারআপ সৈয়দা তাজ্জি। এর পৃষ্ঠপোষকতা করছেন অস্ট্রেলিয়ার ‘হটকিউবেটার’ নামের একটি প্রতিষ্ঠান। 

এ ওয়েবসাইটের পরিচিতিমূলক ভিডিওতে বলা হয়েছে, বাংলাদেশে প্রতিবছর ১০ হাজার মানুষ আত্মহত্যা করে যার মধ্যে ৯০ ভাগই নারী। মেয়েদের পদে পদে অনেক বাধার সম্মুখীন হতে হয়। গর্ভপাতের সময় হতাশা, জন্ম দেয়া আগে পরে মানসিক অবসাদ ও হতাশাসহ অনেক সমস্যার সম্মুখীন হতে হয় নারীদের যেসব সমস্যার সমাধান নারীরা সমাজে খুঁজে পায় না।

এ প্ল্যাটফর্মের মাধ্যমে নারীরা একে অন্যের অনুভূতিগুলো শেয়ার করতে পারবেন। মানসিক স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করতে পারবেন। শুধু মা নন, স্টারমামস সব নারীদের জন্যই। মানসিকর স্বাস্থ্যের পাশাপাশি এখানে ক্যারিয়ার, মেক-আপ, অন্দরসজ্জাসহ নানা বিষয়ে আলোচনা করা যাবে।  

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর