শিরোনাম
১১ ডিসেম্বর, ২০১৭ ১২:৩৩

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের স্বীকৃতিতে মালয়েশিয়ায় আলোচনা সভা

জহিরুল ইসলাম হিরন, মালয়েশিয়া

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের স্বীকৃতিতে মালয়েশিয়ায় আলোচনা সভা

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো 'বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য' হিসেবে স্বীকৃতি দেওয়ায় আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখা (আহ্বায়ক কমিটি)।

মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক অহিদুর রহমান অহিদের সভাপতিত্বে রবিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের হোটেল ফার্স্ট বিজনেস ইনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক জামিল হোসেন নাসির। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা জসিম উদ্দিন চৌধুরী।

মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুর রহমান চৌধুরী ও মিনহাজ উদ্দিন মিরানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক রাসেদ বাদল, সাংবাদিক গৌতম রায়, মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির, প্রদীপ কুমার বিশ্বাস, আবদুল বাতেন, সোহেল বিন রানা, মাসুদ রানা, তারেক রহমান, পিজে আওয়ামী লীগ নেতা ইমাম হোসেন, বেলাল হোসেন, রাওয়াং আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, এস এম জাকির, চেরাস আওয়ামী লীগ নেতা সাফায়াত হোসেন, তফাজ্জল হোসেন, হোসেল আখন্দ, শাহ আলম আওয়ামী লীগ নেতা মতিন সরকার, গোমবাক আওয়ামী লীগ নেতা খোকন কর্মকার, ছাত্রলীগ নেতা রাসেল সিকদার, রায়হান কবির, অণির্বান চক্রবর্তী, মো. বায়েজিত প্রমুখ।

এ সময় মালয়েশিয়া আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/১১ ডিসেম্বর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর